২১ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:১৬

পোশাক খাতের ঘোষিত মজুরিতে পরিবর্তন নেই 

চূড়ান্ত গেজেট প্রকাশ

 

পোশাক খাতের শ্রমিক এবং কর্মচারীদের ন্যূনতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার। ঘোষিত মজুরির সঙ্গে এতে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রবেশ স্তর অর্থাৎ গ্রেড--এর নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকাই নির্ধারিত রয়েছে। মূল মজুরি, বাড়ি ভাড়া কিংবা অন্য গ্রেডেও কোনো পরিবর্তন নেই। 

গত ২৬ নভেম্বর পোশাক খাতে ন্যূনতম মাসিক মজুরির চূড়ান্ত ঘোষণা দেওয়া হয় মজুরি বোর্ডের পক্ষ থেকে। ঘোষণায় পোশাক শিল্পের প্রবেশ স্তরের শ্রমিক-কর্মচারীদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা করার আগের সুপারিশ বহাল রাখা হয়। এই গ্রেডের অন্যান্য সুবিধার ক্ষেত্রেও কোনো পরিবর্তন আনা হয়নি।

তবে মজুরি বোর্ডের যে খসড়া সুপারিশ ছিল, সে তুলনায় চূড়ান্ত ঘোষণায় অন্যান্য গ্রেডে মজুরি ১২৩ থেকে ৫২৫ টাকা পর্যন্ত বেড়েছে। গ্রেডের সংখ্যা আরও একটি কমিয়ে চারটি করা হয়েছে। 

গ্রেড বিভাজনে দেখা যায়, সর্বশেষ মজুরি কাঠামোয় গ্রেডের সংখ্যা ছিল সাতটি। এবারের মজুরি বোর্ডের খসড়া সুপারিশে এ সংখ্যা পাঁচটিতে নামিয়ে আনা হয়। মালিক এবং শ্রমিক পক্ষের সুবিধায় চূড়ান্ত ঘোষণায় তা আরও কমিয়ে চারটি করা হয়েছে। এতে গ্রেড-৩ এবং গ্রেড-৪ একীভূত করা হয়েছে। এ ছাড়া বছরে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট বহাল রয়েছে।

গত ১ ডিসেম্বর থেকে ন্যূনতম মজুরির নতুন কাঠামো কার্যকর হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন কাঠামোর মজুরি হাতে পাবেন শ্রমিক-কর্মচারীরা। প্রতি মাসের প্রথম ৭ কর্মদিবসের মধ্যে মজুরি পরিশোধ করা হয়ে থাকে পোশাক খাতে।

 

https://www.samakal.com/economics/article/214033