খুলনা বিভাগে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটে রোববার যশোর রেলওয়ে জংশনে যাত্রীদের ভিড়
২৭ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার, ২:৩২

পরিবহন ধর্মঘটে ক্ষুব্ধ সাধারণ মানুষ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা চরম দুর্ভোগে

বেনাপোলে পণ্য খালাস বন্ধ আটকা পড়েছেন পাসপোর্টধারীরা

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে খুলনা বিভাগের ১০ জেলা। মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদ নিহত হওয়ার ঘটনায় সম্প্রতি বাসচালক জামির হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ঘটনার প্রতিবাদে পরিবহন ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি। রোববার সকাল ৬টা থেকে ১০ জেলায় ধর্মঘট চলছে। এ ছাড়া রায় ঘোষণার দিন বুধবার থেকে জমির হোসেনের নিজ জেলা চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ। পরিবহন শ্রমিকদের অযৌক্তিক ধর্মঘটে চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ। অন্যায় দাবি আদায়ে সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট মেনে নেয়া যায় না বলেও মন্তব্য করেছেন অনেকে। যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি পণ্য পরিবহনেও দেখা দিয়েছে অচলাবস্থা। বিশেষ করে বেনাপোল স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের বাধার করণে পণ্য খালাস হচ্ছে না। গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা ছুটছেন রেলস্টেশনের দিকে। টিকিটের জন্য দেখা দিয়েছে লম্বা সরি। বরাদ্দ সিটের চেয়ে তিনগুণের বেশি যাত্রী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রেলওয়ে কর্মীদের। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

যশোর ও অভয়নগর : খুলনা বিভাগের সব রুটে বাস, মিনিবাস, ট্রাকসহ ইঞ্জিনচালিত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। যাতায়াতের জন্য বিকল্প পথ হিসেবে রেল ও বিমানে ঝুঁকছে মানুষ। সাধারণ মানুষের ভিড় রেল স্টেশনে। রোববার দুপুর ১২টার দিকে যশোর জংশনে গিয়ে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়। গন্তব্যে পৌঁছানোর জন্য মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন। বরাদ্দ সিটের তিনগুণ বেশি যাত্রীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে রেলওয়ে কর্মীদের।

চুয়াডাঙ্গা ও জীবননগর : চুয়াডাঙ্গায় বুধবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটের পঞ্চম দিনে রোববার দেখা যায় অবৈধ পরিবহনগুলোই এখন মানুষের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। জেলার প্রায় সব সড়কেই আলমসাধু, নসিমন, করিমন, ভটভটি, পাখিভ্যানসহ সব ধরনের অবৈধ যান দাপিয়ে বেড়াচ্ছে। পরিবহন ধর্মঘটের কারণে এসব পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়ে মানুষ যাতায়াত করছে।

নড়াইল : জেলায় সকাল থেকে অফিসগামী লোকজন, এসএসসি পরীক্ষার্থীসহ জনসাধারণ চরম বিপাকে পড়ে। নড়াইলে বাস শ্রমিকেরা বিভিন্ন সড়কে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেয়।

মেহেরপুর : মেহেরপুর থেকে সব ধরনের যানবাহন বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় শ্যালোইঞ্জিন চালিত নসিমন, করিমন, আলগামন জেলার অভ্যন্তরে চলাচল করছে।

কুষ্টিয়া : কুষ্টিয়া থেকে বিভিন্ন রুটে বাস, ট্রাক, মাইক্রোসহ সব ইঞ্জিনচালিত যানবাহন বন্ধ থাকতে দেখা গেছে। সকাল থেকে মোটর শ্রমিকরা শহরের মজুমপুর গেটে অবস্থান নিয়ে অটোরিকশা চলাচলে বাধা দেন। হঠাৎ যানবাহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

বেনাপোল : বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য অচলাবস্থার মধ্যে পড়েছে। গন্তব্যে যেতে না পেরে আটকা পড়েছেন ভারত থেকে ফিরে আসা শত শত পাসপোর্টধারী যাত্রী। বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, ধর্মঘটের কারণে বন্দর থেকে আমদানি পণ্য খালাস হচ্ছে না। ট্রাক শ্রমিকরা ট্রাক না চালানোয় এবং শ্রমিক ইউনিয়নের বাধার মুখে তারা কোনো ট্রাকে পণ্য লোড করতে পারছে না।

ঝিনাইদহ : পরিবহন শ্রমিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিক্ষোভ করছেন। ঝিনাইদহ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন জানিয়েছেন চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জামির হোসেনকে নিঃশ্বর্ত মুক্তি না দেয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

http://www.jugantor.com/first-page/2017/02/27/104514