২৯ আগস্ট ২০১৮, বুধবার, ৯:০১

সড়কে মৃত্যুর মিছিলে যোগ হলো আরো ১৪ জন

সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় গতকালও পুলিশ কনস্টেবলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল আতাব আলী (৩৫) মারা গেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান। সোমবার রাত ৮টায় উপজেলার ধুলন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-উল্লাহ জানান, পুলিশ কনস্টেবল আতাব আলী তার স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে মহাদেবপুর থেকে গ্রামের বাড়ি পুখরিয়া যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা এনএনবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আতাব আলী। তার স্ত্রী ও সন্তানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সংবাদদাতা জানান, গোপালগঞ্জে বাসের ধাক্কায় সিহাব উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয় পাশায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সিহাব উদ্দিনের বাড়ি খুলনা জেলার পাইকগাছায়।
ওসি মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে খুলনার পাইকগাছায় যাচ্ছিলেন সিহাব। বিজয়পাশায় পৌঁছালে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিহাব নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরে গতকাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় এক সবজিব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম ফজলুর রহমান বাদল (২৯)। তিনি নওগাঁ জেলার পোরশা থানার ঘাটনগর এলাকার আবুল হোসেনের ছেলে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান জানান, গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বালুভর্তি একটি ট্রাক সকালে দাঁড়িয়েছিল। এ সময় বেপরোয়া গতিতে ময়মনসিংহগামী সবজিভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের বাম পাশ দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপ আরোহী সবজি ব্যবসায়ী ফজলুর রহমান বাদল ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পরই পিকআপের চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গাড়ি দুইটি জব্দ করে।

খাগড়াছড়ি সংবাদদাতা জানান, খাগড়াছড়ি জেলার গুইমারায় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় মো: আল আমিন (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় জেলার গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো: আল আমিন ইবনে সিনার (হারবাল) মেডিক্যাল ইনফরমেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দক্ষিণ দিঘাই গ্রামের কেরামত আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মো: গিয়াস উদ্দিন জানান, বাসটি আটক করা হয়েছে।
দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কে এক বেপরোয়া বাসচাপায় সরুপা বেগম (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী মছলিন উদ্দীনের স্ত্রী। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিরাই পৌর এলাকার সুজানগর গ্রামের দক্ষিণ প্রান্তে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বেপরোয়া বাসচালক আব্দুর রাজ্জাক বাসটি দিরাই বাসস্টেশনে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় বাসচালককে গ্রেফতারের দাবিতে নিহতের স্বজনরা দিরাই-মদনপুর সড়কের তিন ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ রাখেন। পরে দিরাই থানার ওসি মোস্তফা কামাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসচালককে গ্রেফতারের আশ^াস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কুমিল্লা সংবাদদাতা জানান, কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ঢাকার আশকোনা বাজারের কাপড়ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফি ইসলাম নাবিল নিহত হয়েছে। আহত হয়েছে ওই ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ে। গতকাল সকালে কুমিল্লা-বুড়িচং সড়কের জেলার সদর উপজেলার মহেষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার এসআই তপন বাগচী জানান, সকাল সোয়া ৬টায় জেলার সদর উপজেলার মহেষপুর এলাকায় তাদের বহনকারী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে আমিনুল ইসলাম (৪৫), তার স্ত্রী ইয়াসমিন (৩২), ছেলে ওয়াফি ইসলাম নাবিল (৪) ও মেয়ে আফসানা (১২) আহত হয়। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফির মৃত্যু হয়।

নড়াইল সংবাদদাতা জানান, নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর এলাকায় বাড়ির পাশের সড়কে মায়ের সাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী অটোভ্যানচাপায় তিন বছরের শিশু ইয়াসমিন নিহত হয়েছে। গত সোমবার বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন কালিয়ার যাদবপুর গ্রামের ইয়ানূর ভূইয়ার মেয়ে।
নরসিংদী সংবাদদাতা জানান, যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মনোহরদীর নান্দদিয়া গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে সবজি ব্যবসায়ী আকাশ মিয়া (৩৫) ও পিকআপ চালক রফিকুল ইসলাম (২১) শিবপুর খরিয়া গ্রামের বাসিন্দা।
পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আহাম্মেদ জানান, বেলা ১১টায় সিলেট থেকে ঢাকাগামী নিউলাইন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার পাঁচদোনা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সবজিবোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালক রফিকুল ইসলাম মারা যান। পরে গুরুতর অবস্থায় সবজি ব্যবসায়ীকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর সড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তিনি বলেন, দুইটি যানবাহনই আটক করা হয়েছে।
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় গাফফার হোসেন রাজু নামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে কেএসআরএম রড কোম্পানির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক অতিক্রম করে একটি দোকানে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র গাফফার হোসেন রাজু তার ছোট ভাই বারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র বায়েজিদকে খাবার দিয়ে বাসায় ফিরছিল। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বারেরা এলাকায় কেএসআরএম রড কোম্পানির চট্ট-মেট্রো- ট ১১-১৫১৬ নম্বর একটি ট্রাক মুরাদনগর রড ডেলিভারি দিয়ে কুমিল্লা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুলছাত্রকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে উঠে যায়। স্থানীয়রা গুরুতর আহত গাফফারকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিকেলে তার মৃত্যু হয়।

দেবিদ্বার থানার পুলিশের এসআই মো: রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাড়ি ও গাড়ির হেলপারকে আটক এবং লাশ উদ্ধার করা হয়েছে।
নাটোর সংবাদদাতা জানান, নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা গোরস্তান এলাকায় ট্রাকের চাপায় সজল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর আরোহী আহত হয়েছেন। গতকাল বিকেলে ডাকমারা এলাকার প্রাণ কোম্পানির মেজর (অব:) আমজাদ হোসেন মেমোরিয়াল হাসপাতালের গেটে এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিকে প্রাণের আমজাদ হোসেন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত সজল আলী নাটোরের বড়গাছা এলাকার হাবিল উদ্দিনের ছেলে। ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার জলঢাকা-রংপুর রোডের গাড়াগ্রাম এলাকায় গতকাল বিকেলে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জলঢাকা-রংপুর রোডের গাড়াগ্রাম এলাকায় জলঢাকা থেকে আসা রংপুরমুখী একটি কার (ঢাকা মেট্রো গ-২৮-২৩২৪) ও অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহীর দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন গাড়াগ্রাম ইউনিয়নের পূর্বদলিরাম বৈদ্যপাড়া গ্রামের মজনুরের ছেলে আমিন ও একই গ্রামের গোলাপের ছেলে রিফাত। আশঙ্কাজনক অবস্থায় একই গ্রামের এনামুলের ছেলে তারিককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কিশোরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দু’টি উদ্ধার করে সড়কের গাড়ি চলাচল স্বাভাবিক করে। এ ছাড়া জলঢাকার ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

 

http://www.dailynayadiganta.com/last-page/344368