২৭ আগস্ট ২০১৮, সোমবার, ১০:২২

সড়কে মৃত্যুর মিছিল চলছেই

কোনোমতেই থামানো যাচ্ছে না সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল। প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। গতকালও দেশের বিভিন্ন জেলায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। এর আগে শনিবার নাটোরে বাস-লেগুনার সংঘর্ষে ১৫ জনসহ সারাদেশে মারা গেছে ২৩ জন। ঈদের ছুটিতে সারাদেশে মারা গেছে প্রায় শতাধিক।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, নন্দীগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় অটোভ্যান যাত্রী দুই বন্ধু মারা গেছেন। শনিবার রাতে উপজেলার বিজয়ঘাট এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বিয়াই বাড়িতে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন। নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আবদুল বারী ও পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর রহমত আলী সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নন্দীগ্রাম পৌরসভার নামুইট গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ফেরদৌস আলম (৪৫) ও একই উপজেলার কদমা গ্রামের মৃত মানিক উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৫৩)।

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে বারেক সাধু (৮৫) নামের এক বৃদ্ধ মোটরসাইকেল ধাক্কায় মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৮টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা নামক বাসস্ট্যান্ড থেকে এক বৃদ্ধ বর্নী যাওয়ার রাস্তা পারাপারের সময় এক মোটরসাইকেল বৃদ্ধকে ধাক্কা দিয়ে মারাত্মক আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বারেক সাধু দেলদুয়ার উপজেলা ডুবাইল ইউনিয়ন বর্নী গ্রামের বাসিন্দা।

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ও তারাকান্দা প্রতিনিধি জানান, ময়মনসিংহে তিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। রোববার ফুলপুরে অটোরিকশার ধাক্কায় একজন, তারাকান্দায় ও ত্রিশালে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন বলে সংশ্লিষ্ট থানার ওসি জানিয়েছেন। এরা হলেন কুমিল্লার লাঙলপুরের ইয়াসিন (৫০), তারাকান্দার ঢাকুয়ার দিলীপ (২২), ময়মনসিংহ সদর উপজেলার দীঘারকান্দার নুরুল হকের ছেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কর্মচারী জুয়েল (৩০) ও ফুলপুর উপজেলার আমতৈল গ্রামের রেজাউল করিম (৩৫)। আহত সানিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তারাকান্দা থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে তারাকান্দা উপজেলার কাকনি এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়াসিন ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত দিলীপ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান বলেন, ত্রিশাল উপজেলার কাজির সিমলা এলাকায় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জুয়েল নিহত হন। এ সময় আহত হন সানি।

আর সকাল ৭টার দিকে ফুলপুর উপজেলার বালিয়ায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেজাউল করিম নিহত হন বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি একে এম মাহবুবুল আলম।

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় পরিমল রায় (৬৫) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের নসিমন স্ট্যান্ডে দুর্ঘটনা?টি ঘ?টে। নিহত পরিমল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চতুরিয়া গ্রামের মৃত যুগল কিশোর রায়ের ছেলে। শৈলকুপার লাঙ্গলবাঁধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সমীর কুমার বৈদ্য জানান, লাঙ্গলবাঁধ বাজারের নসিমন স্ট্যান্ডে রোববার বেলা ১১টার দিকে মাগুরাগামী একটি ট্রাক পরিমল রায় নামের এক ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের বাসাইলে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল বারেক মিয়া (৬৫)। সে দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের বর্ণী গ্রামের বাসিন্দা।

 

http://mzamin.com/article.php?mzamin=132392