২৫ আগস্ট ২০১৮, শনিবার, ৩:২৯

ঈদের দিন বাউফলে ড. মাসুদের বাড়িতে পুলিশের অভিযান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মধ্যমদনপুরায় গ্রামের বাড়িতে তল্লাশী চালিয়েছে পুলিশ। গত বুধবার ঈদুল আযহার দিন রাতে বাড়ি ঘিরে তল্লাশী চালায় পুলিশ। এ সময় তিনি বাড়িতে ছিলেন না।

জানা যায়, ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ তার পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে বাবা-মায়ের সাথে ঈদুল আযহা উদযাপন করতে গিয়েছিলেন। ঈদের দিন রাতে পুলিশ তাকে গ্রেফতারের জন্য তার বাড়ি ঘিরে ফেলে। এ সময় তার বৃদ্ধ বাবা মা বাড়িতে ছিলেন। পুলিশী হয়রানীতে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পুলিশ ড. মাসুদের বাড়ির পাশের দু’টি মসজিদে অভিযান চালায় বলে এলাকাবাসী জানিয়েছেন। এ সময় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠে। এছাড়াও অভিযান চালানোর সময় ড. মাসুদের বাড়ির পাশের একটি কিশোর ছেলেকে পুলিশ বেধড়ক মারধর করে গ্রেফতার করার চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিবাদের কারণে তাকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ঈদের দিন রাতে বাউফল থানার ওসি ও স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে আমার গ্রামের বাড়িতে সম্পূর্ণ অন্যায়ভাবে তল্লাশী করে এবং এলাকাবাসীকে ভয়-ভীতি প্রদর্শন করে। তিনি বলেন, আমার নামে কোনো ওয়ারেন্ট নাই এবং সকল মামলায় দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্ত হয়েছি। শুধুমাত্র হয়রানী করার উদ্দেশ্যে বাড়িতে তল্লাশী চালানো হয়েছে। তিনি উল্লেখ করেন, সর্বদা বাউফলবাসীর পাশে আছি ও থাকবো ইনশাআল্লাহ।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারের জুলুম নির্যাতনের সকল মাত্রা ছাড়িয়ে গেছে। সরকার দেশের মানুষকে শান্তিমত পবিত্র ঈদ উদযাপন করতেও দিচ্ছে না। মসজিদের মতো পবিত্র স্থান তল্লাশী করতেও তারা পিছপা হচ্ছে না। তাদের হয়রানী থেকে বয়স্ক মানুষ, সাধারণ মুসল্লীরাও রেহায় পাচ্ছে না। তিনি উল্লেখ করেন, সরকারের এহেন ঘৃণ্য আচরণের যথোপযুক্ত জবাব বাউফলবাসী আগামী নির্বাচনের মাধ্যমে দিবে, ইনশাআল্লাহ।
বাউফল থানার ওসি মনিরুল ইসলাম জানান, সফিকুল ইসলাম মাসুদ এলাকায় এসে তার অনুসারিতে সংগঠিত করে নাশকতা চালাবে এমন রিপোর্টের প্রেক্ষিতে তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়।

http://www.dailysangram.com/post/342813