২১ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১১:৫৬

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

নরসিংদীতে বাস এবং লেগুনার মুখোমুখি সংর্ঘষে ১১, গাইবান্ধায় বাসের ধাক্কায় সিএনজি চালকসহ ৪, চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেল ও রাতে এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

নরসিংদী: নরসিংদীতে বাস এবং লেগুনার মুখোমুখি সংর্ঘষে ১১ জন নিহত হয়েছেন। এঘটনায় আরো ৮ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার মরজাল এলাকা থেকে একটি যাত্রীবাহী লেগুনা ভৈরব যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ভৈরব থেকে মহাখালীগামী ঢাকা বস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার ১১ যাত্রী নিহত এবং আরও ৮ জন আহত হন। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আবুল হোসেন (৫৫), আবদুল মিয়া (২৪), মোবারক হোসেন (১৮), সুজন মিয়া (৩০) ও তার স্ত্রী (২৩) । নিহত অন্য লোকজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

গাইবান্ধা: পলাশবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালক ও বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী উপজেলার উদয় সাগর গ্রামের মৃত আজগর আলীর ছেলে আব্দুল হান্নান (৫০) ও তার ছেলে আব্দুর রহমান (১৫), অটোরিকশার চালক সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহীপুর বাজার এলাকার সুমন ও একই উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের মো. রাসেল মিয়ার স্ত্রী আরজিনা বেগম (২৬)। নিহত আব্দুল হান্নানের অপর ছেলে মো. আব্দুল্লাহকে (১০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী ‘জেনিন পরিবহন’ নামে একটি বাস ওই এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হন। এছাড়া অটোরিকশাতে থাকা আরও দুই যাত্রী আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরজিনা বেগম মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

তিনি আরো জানান, খবর পেয়ে নিহতদের লাশ ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও ঘাতক বাস চালক ও হেলপার পালিয়ে গেছেন।

চট্টগ্রাম: নগরীর আক্তারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর ল্যান্ডিং পয়েন্টে সোমবার রাত সাড়ে ৮টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত এবং অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। মোটর সাইকেলটি ফ্লাইওভারের নীচের রাস্তা দিয়ে বহদ্দারহাট যাচ্ছিল। ট্রাকটি একই অভিমুখে কালুরঘাট যাচ্ছিল। ট্রাকটি ফ্লাইওভার থেকে নামার সময় মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন বলে জানান ঘটনার তদন্তে নিয়োজিত পাঁচলাইশ থানার এসআই মোজাম্মেল হক।

তিনি আরো জানান, নিহত আরোহীর নাম হেলাল (৩২), তার বাবার নাম আবদুল হাশিম। মোটরসাইকেলটি সানমার ওশেনসিট শপিংমল থেকে বহদ্দারহাট অভিমুখে আসছিল। ট্রাকটিও ফ্লাইওভার হয়ে একই দিকে যাচ্ছিল। ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।

পঞ্চগড়: সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় ট্রাক্টরের চাপায় লাল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ট্রাক্টরের হেলপার বলে জানা গেছে। সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাল মিয়ার বাড়ি অমরখানা ইউনিয়নের মডেলহাট সোনারবান এলাকায়। তিনি ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাথর বোঝাই ট্রাক্টর রেখে চালক ও হেলপার মডেলহাট বাজারে চা খেতে যান। উচুনিচু জায়গায় ট্রাক্টরটি রাখায় তা উচু থেকে ঢালুর দিকে নেমে যাওয়ার সময় আপনাআপনি চালু হয়ে যায়। এসময় ট্রাক্টরের হেলপার লাল মিয়া দৌড়ে গিয়ে তা বন্ধ করতে গেলে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ট্রাক্টরের চাপায় হেলপার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

http://www.ittefaq.com.bd/wholecountry/2018/08/20/168036.html