১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:৫৮

সড়কে ঝরে গেল আরো ১২ জনের প্রাণ : আহত ১৯

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে এক শিশু নিহত এবং অপর এক শিশু আহত হওয়ার ঘটনায় উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল করতে পারেনি।

গুরুদাসপুর (নাটোর) সংবাদদতা জানান, উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাঁসমারি এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আবারো প্রাণ গেল আজাদ নামে এক বাসচালকের। অপর দিকে গুরুদাসপুর উপজেলার দক্ষিণ নারিবাড়ী গ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে তিন বছরের শিশু সুন্নাতি খাতুন নিহত ও আহত হয়েছে আল আমিন (৮) নামে এক শিশু আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ ও গুরুদাসপুর থানা পুলিশ জানায়, গতকাল ভোরে ঢাকা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন (ঢাকা-মেট্রো ব-১৪৫৮৪৩)-এর সাথে যশোর থেকে ঢাকামুখী কাভার্ড ভ্যানের (ঢাকা-মেট্রো ঠ-১৩৫৪১৬) মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের ড্রাইভার আজাদুল ইসলাম আজাদ নিহত এবং অন্তত ২০ জন আহত হন।
এ ঘটনায় ১০নং ব্রিজ থেকে নয়াবাজার পর্যন্ত চার কিলোমিটার মহাসড়ক তিন ঘণ্টা কোনো পরিবহন চলাচল করতে পারেনি। এতে মহাসড়কের দুই পাশে শত শত পরিবহন আটকে যায়।
আহত ২০ জনের মধ্যে বর্মণ (২২), জাহিদুল (২৫), রবিউল (৩৫), আনোয়ার (৩৩), রাজু আহম্মেদ, হেলপার সেলিম ও শাহিনের অবস্থা আশঙ্কাজনক। বনপাড়া হাইওয়ে পুলিশ, গুরুদাসপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বনপাড়া আমেনা হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানের হেলপার মো: সেলিম গাড়িটি চালাচ্ছিলেন।

দিনাজপুর ও চিরিরবন্দর সংবাদদাতা জানান, দিনাজপুরে গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সকালে দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কে জুটমিল শ্রমিক ও বিকেলে দিনাজপুর-রংপুর মহাসড়কে চিরিরবন্দর উপজেলার ভুসিরবন্দর শাহাপাড়া এলাকায় গরুব্যবসায়ী নিহত হন। এরা হলেন বিরল উপজেলার হুসনা গ্রামের মৃত নবীর উদ্দীনের ছেলে জুটমিল শ্রমিক আফছার আলী (৪০) ও সদর উপজেলার সুন্দরবন গুয়াপাড়া গ্রামের আছের উদ্দিনের ছেলে গরুব্যবসায়ী আকবর আলী (৪৮)।
জানা যায়, সকাল ৮টায় রূপালী বাংলা জুটমিলের নাইট শিপটের ছুটির পর শ্রমিকরা হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় ভাই ভাই এন্টারপ্রাইজের একটি বালুবোঝাই ট্রাক্টরের চাপায় আফছার আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন শফিকুল ইসলাম ও আল-আমীন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ট্রাক্টরের চালক আজিজুর রহমান (৩০) ও চালকের সহকারী নাইমকে (২৭) এবং ঘাতক ট্রাক্টরটি আটক করেছে।
অপর দিকে সোমবার বিকেল ৩টায় চিরিরবন্দরের রানীরবন্দর গরুর হাটে নছিমনে গরুব্যবসায়ী আকবর আলী গরু নিয়ে আসছিলেন। এ সময় শাহাপাড়া এলাকায় নছিমনটি নিয়ন্ত্রণ হারালে পেছনে বসে থাকা আকবর আলী ছিটকে পড়েন। একই সময় সামনে থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিটার রিডার আব্দুল মান্নান (৫০) নিহত হয়েছেন। গতকাল দুপুরে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের আগ্রান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান পাবনা জেলার চাটমোহর উপজেলার বোথর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম জানান, আগ্রান ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে আব্দুল মান্নান মহাসড়কে উঠার সময় একটি দ্রুতগামী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর রানীনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে গতকাল সকালে আখতার হোসেন (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। নিহত আখতার হোসেন উপজেলার কুবরাতলি মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আখতার হোসেন তার গাড়ির হেলপার আবু রায়হানকে (২৬) চালাতে দিয়ে চালকের পাশে বসে রানীনগর থেকে বান্দাইখাড়া যাচ্ছিলেন। এ সময় রানীনগর-আত্রাই রাস্তার কুবরাতলি এলাকায় পৌঁছলে সামনে একটি গাড়ি আসায় জোরে ব্রেক করেন। এতে পাশে বসে থাকা চালক আখতার হোসেন ছিটকে চাকার নিচে পরে পিষ্ঠ হয়ে গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে রানীনগর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃতু ঘোষণা করেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রলির ধাক্কায় পুকুরে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সকালে আজোয়াটারী কষালের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম বাংটু মামুদ (৬৫)। তিনি ওই এলাকার মৃত অজে মামুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেলে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় শ্যালো মেশিন চালিত একটি ট্রলি পেছন দিক থেকে বাংটু মামুদকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ সময় পুকুরে থাকা একটি চৌকো বাঁশ বাংটু মামুদের পেটের মধ্যে ঢুকে যায়। এলাকাবাসী গুরুতর আহত বাংটু মাসুদকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় বেল্লাল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে পাথরঘাটা-ঢাকা মহাসড়কের বটতলায় ট্রাকের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বেল্লাল মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের মো: ইউনুছ ফরাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঠবাড়িয়া থেকে পাথরঘাটায় আসার পথে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনায় পড়েন তিনি। এ সময়ে মোটরসাইকেলে থাকা আরো ২ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বেল্লাল মারা যান। আহত একজনের নাম গৌরাঙ্গ হালদার (৫০)।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, সিদ্ধিরগঞ্জের সানাড়পার এলাকায় উল্টো পথে চলা ট্রাকের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রাকের চালক মনির হোসেন (৩০) নিহত হয়েছেন। গত রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানাড়পার পিডিকে পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মনির কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মানিকপুর এলাকার মৃত মকবুলের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই রজব আলী জানান, গরু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ০২-০৭৯২) নিয়ে কুষ্টিয়া থেকে সিদ্ধিরগঞ্জে আসে ট্রাকের চালক মনির হোসেন। সানাড়পার দিয়ে রাস্তা পার হয়ে উল্টো পথে আসার সময় ঢাকামুখী অজ্ঞাত দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মনিরের মৃত্যু হয়। পরে পুলিশ লাশসহ ট্রাকটি থানায় নিয়ে আসে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি দুর্ঘটনার মামলা দায়ের করা হয়েছে।
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালীর জিপ উপজেলা হাতিয়ায় দুপুরে নলচিরা জাহাজমারা সড়কের সেন্টার বাজার পফিম পাশে যাত্রীবাহী জিপের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। নিহতের নাম সাগর হোসেন (৩০), তিনি জাহাজমারা ইউনিয়নের চরহেয়ার গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

জানা গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে হাতিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মুত্যু হয়।
মিরসরাই সংবাদদাতা জানান, মিরসরাইয়ে ঢাকা-খাগড়াছড়ির একটি বাস ৩০ ফুট গভীর খাদে পড়ে গেলে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতের নাম কলি আক্তার (৪৫)। তিনি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী। গতকাল সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ঢাকা-খাগড়াছড়ি রোডের ভাঙ্গা টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এএসআই জাহিদুল ইসলাম জসিম জানান, একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-২৫৭২) করেরহাট ইউনিয়নের ভাঙ্গা টাওয়ার এলাকায় প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ^র চৌমুহনী এলাকায় অটোরিকশার ধাক্কায় রিকশাচালক মনির (৪০) নিহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ^র গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে রিকশাচালক মো: মনির বারেশ^র চৌমুহনীর একটি রডের দোকান থেকে রড কাঁধে নিয়ে তার রিকশায় তোলার সময় পেছন থেকে ওই অটোরিকশাটি ধাক্কা দিলে তার মাথা ফেটে যায় এবং কানে মুখে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে কুমিল্লা-মিরপুর সড়কের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে বুড়িচং থানার এসআই রাজিব কর, এসআই কামাল হোসেন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

http://www.dailynayadiganta.com/last-page/341420