৮ আগস্ট ২০১৮, বুধবার, ১০:৪৭

ওরা কেউ ধরা পড়েনি

নিরাপদ সড়কের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনায় এখনো কেউ ধরা পড়েনি। এমনকি এ ঘটনার তদন্ত প্রক্রিয়ার ব্যাপারেও কোনো অগ্রগতি নেই। ঘটনার দিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করা হলে হামলাকারীদের গ্রেপ্তার করা হতো। তবে যে
এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকার পুলিশ গতকাল বলেছে সাংবাদিক হামলার ঘটনার তদন্ত করা হবে। আর তথ্যমন্ত্রী হাসানুল ইনু গতকাল বলেছেন, সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত দুংখজনক।
হামলাকারীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।

শনিবার ধানমন্ডির জিগাতলা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হন সাংবাদিকরা। ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে ভাঙচুর করা হয়। রোববার সায়েন্সল্যাব এলাকায় ফের হামলার শিকার হন দায়িত্বপালনরত সাংবাদিকরা। হামলার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ঘটনার দুই-তিন দিন পার হলেও এ পর্যন্ত হামলার তদন্ত বা ঘটনায় জড়িক কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মানবজমিনকে বলেন, সাংবাদিকদের ওপর হামলা নিয়ে আমরা এখনও তদন্ত শুরু করতে পারিনি। শিক্ষার্থীরা যেন আর অবস্থান না নেয় সেজন্য এখনও আমরা বাইরে দায়িত্ব পালন করছি। নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, আমরা তদন্ত শুরু করেছি। তবে কাউকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়নি।

 

http://mzamin.com/article.php?mzamin=129748