৬ আগস্ট ২০১৮, সোমবার, ১১:০০

বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ফটোগ্রাফার শহিদুল আলমকে

দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটোসাংবাদিক শহিদুল আলমকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। শহিদুলের পরিবারের লোকজন ও সহকর্মীরা এই তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউন।

পাঠশালার ভাইস প্রিন্সিপাল তানভির মুরাদ তপু বলেন, ‘গত রাত সাড়ে ১০টায় শহিদুল আলমকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অজ্ঞাত লোকেরা তুলে নিয়ে গেছে। আমরা এখন ধানমন্ডি থানায় এসেছি। এখনো তার কোনো খবর পাওয়া যায়নি।'
তপু আরো বলেন, রাত সাড়ে ১০টায় অজ্ঞাত সেই ব্যক্তিরা ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে বাসায় ঢোকে। শহিদুল আলমকে নিয়ে যাওয়ার সময় তারা বাসার সিসিটিভি ফুটেজও নিয়ে যায়।
ধানমন্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম গভীর রাতে বলেন, ‘শহিদুল আলমকে কে বা কারা বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে পরিবার থানায় এসে অভিযোগ করেছে। এ বিষয়ে জিডি দায়েরের প্রস্তুতি চলছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

http://www.dailynayadiganta.com/last-page/339186