৫ আগস্ট ২০১৮, রবিবার, ১০:০৯

যাত্রী সংকটে ১১টি হজ ফ্লাইট বাতিল

হজযাত্রী সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে শনিবার। 

বাতিল হওয়া বিজি-১০৬৭ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার কথা ছিল বিকেল ৫টা ৫ মিনিটে। এ নিয়ে বিমানের মোট ১১টি হজ ফ্লাইট বাতিল করা হলো।
এদিকে এখনও অবিক্রীত প্রায় সাড়ে পাঁচ হাজার হজযাত্রীর টিকিট নিয়ে চিন্তায় বিমান কর্মকর্তারা।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, হজফ্লাইট যাত্রী না পাওয়ায় শনিবার একটি ফ্লাইটসহ মোট ১১টি বাতিল করা হয়েছে। প্রতিদিন প্রতিটি এজেন্সিকে হজ আপডেট জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে তাদের বার বার টিকিট নিশ্চিত করার কথা বলা হচ্ছে। এর পরও এজেন্সিদের তেমন সাড়া নেই। এ কারণে প্রতিনিয়তই বাতিল করা হচ্ছে ফ্লাইট।
শাকিল আরও বলেন, যেসব যাত্রী বাতিল হওয়া ফ্লাইটগুলোর ছিল তাদের পছন্দমতো পরবর্তী যে কোনো ফ্লাইটে যুক্ত করা হবে। তবে শঙ্কার বিষয় হলো, নির্দিষ্ট শ্লটের বাইরে আর কোনো শ্লট দেবে না সৌদি সরকার। তাই এজেন্সিগুলোকে টিকিট নিতে অনুরোধ জানানো হচ্ছে।
সংশ্লিষ্ট বিমান ও হজক্যাম্প সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি হজ ফ্লাইট বিজি-৫০৬৩, বিজি-১০৬৩ ও বিজি-৭০৬৩ বাতিল করা হয়। বৃহস্পতিবার দুটি হজ ফ্লাইট বিজি-১০৬৩ ও বিজি-৫০৬১ ও বুধবার দুটি হজ ফ্লাইট বিজি-৩০৫৯ ও অন্যটি বিজি-৫০৫৯ বাতিল করা হয়। প্রায় সাড়ে পাঁচ হাজার অবিক্রীত টিকিট সময়মতো বিক্রি না হলে বিমানের আরও হজ ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
আশকোনা হজক্যাম্প ও বিমান সূত্রে জানা গেছে, আগামী ১৫ আগস্ট শেষ হচ্ছে বিমানের হজ ফ্লাইট। শনিবার পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় বিমানসহ মোট ২৩৫টি ফ্লাইটে মোট ৮১ হাজার ৪০৯ জন হজযাত্রী হজ পালনে সৌদিতে পৌঁছেছেন। ৪৫ হাজার ৩৮৯ জন হজযাত্রী হজ পালনে সৌদি যাওয়ার অপেক্ষা করছেন এখনও। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন এবার।

 

http://samakal.com/bangladesh/article/1808220/