২ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১১:৫৩

গাবতলী থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস, দুর্ভোগে যাত্রীরা

আগাম কোনো ঘোষণা ছাড়াই রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ঢাকার বাইরে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনো বাস। এতে ঢাকার বাইরে যাওয়ার উদ্দেশ্যে গাবতলীতে যাওয়া সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। তাদের দাবি, যদি গাড়ি বন্ধ করতে হয় তাহলে কেন আগাম ঘোষণা দেওয়া হলো না। সরেজমিনে সকাল ৮টা পর্যন্ত গাবতলীতে থেকে কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
রোজিনা বাস কাউন্টারের ম্যানেজার মিজান বলেন, পরিবহন মালিক সমিতির নিষেধাজ্ঞার কারণে বাস সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে। তবে ভোর ৬টা পর্যন্ত বেশ কিছু বাস গাবতলী থেকে দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে, আগাম কোনো ঘোষণা ছাড়াই এভাবে বাস বন্ধ রাখার কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সরেজমিনে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, দূরের পথে যাওয়ার জন্য অনেকে টিকিট কাউন্টারে পরিবার-পরিজন নিয়ে বসে রয়েছেন।
গোপালগঞ্জগামী মাহবুব নামের এক যাত্রী জানান, ''আগাম ষোষণা ছাড়া বাস বন্ধ করায় বিপদে পড়েছি। স্ত্রীকে নিয়ে এখন কতক্ষণ কাউন্টারে বসে থাকতে হতে পারে তা আল্লাহ ভালো জানেন।''

 

http://www.bd-pratidin.com/city-news/2018/08/02/349908