২৮ জুলাই ২০১৮, শনিবার, ১১:০৪

গুটিবসন্ত কি ফিরে আসছে

আবার গুটিবসন্ত ফিরে আসছে কি? এর কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) একটি কোম্পানিকে ওষুধ তৈরির অনুমোদন দিয়েছে। ওষুধটি আক্রান্ত মানুষের ওপর পরীক্ষা করতে না পারলেও বানর ও খরগোশের ওপর পরীক্ষা চালানো হয়েছে। বানরের মাঙ্কি পক্স ও খরগোশের র্যাবিট পক্স হয়ে থাকে। এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই দুই বসন্তের বেলায় ওষুধটি প্রয়োগ করে উচ্চ ক্ষমতার কার্যকারিতা পেয়েছে বলে এফডিএ বলেছে। এফডিএ তার বিবৃতিতে জানিয়েছে যেকোনো সময় জীবাণু অস্ত্র সন্ত্রাসীরা (বায়ো টেরোরিস্ট) গুটিবসন্তের জীবাণু ছেড়ে দিতে পারে। সে জন্য এফডিএ আগেভাগেই এ ওষুধের অনুমোদন দিয়েছে। এফডিএর কমিশনার ড. স্কট গুটলিয়েব বিবৃতিতে বলেন, বায়ো টেরোরিস্টরা গুটিবসন্তের জীবাণু ছেড়ে দিলে চিকিৎসায় যেন সঙ্কট সৃষ্টি না হয় সে জন্য ওষুধের আগাম অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত নতুন ওষুধটির নাম টেকোভিরিমেট বা টিপক্স। এফডিএ বলেছে, এ ওষুধটি গর্ভবতী মহিলাদের দেয়া যাবে না। আবার সুনির্দিষ্ট কিছু চর্মরোগ রয়েছে এমন কাউকেও দেয়া যাবে না। পাশর্^ প্রতিক্রিয়া হিসেবে এফডিএ বলেছে, এটা দেয়া হলে বমি বমিভাব হতে পারে, বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে।

উল্লেখ্য, ১৯৮০ সালে গুটিবসন্ত (ভেরিওলা ভাইরাস) নির্মূল হয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গবেষণাগারে এর জীবাণু রেখে দেয়া হয়েছে এবং এখনো আছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের সরকারি গবেষণাগারে কিছু ভেরিওলা ভাইরাস পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অন্য কোনো গোপন গবেষণাগারে হয়তো আরো কিছু এই ভাইরাস থেকে যেতে পারে। জীবাণু অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক জিন সম্পাদনা প্রযুক্তির মাধ্যমে হয়তো ভেরিওলা ভাইরাস উৎপাদন করে থাকতে পারে সন্ত্রাসীরা।

নিউ ইয়র্ক টাইমস বলেছে, বর্তমানে খুব অল্প সংখ্যক মানুষের শরীরে গুটিবসন্তের টিকা রয়েছে। হঠাৎ করে জীবাণু ছড়িয়ে পড়লে তা হবে ভয়াবহ রকমের। বিংশ শতাব্দিতে গুটিবসন্ত বিশ^ব্যাপী ৫০ কোটি মানুষের জীবন কেড়ে নেয়। উচ্চক্ষমতা সম্পন্ন সংক্রামক এ জীবাণুটি দ্রুত পুরো শরীরে ছড়িয়ে পড়ে ও ক্ষতের সৃষ্টি করে। আক্রান্ত হলে ৩০ শতাংশ মানুষের মৃত্যু ঘটে থাকে।
টিপক্স নির্মাতা সিগা টেকনোলজি ওষুধটি উৎপাদন করেছে। এই কোম্পানি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে ২০ লাখ প্রতিষেধক দিয়েছে।

http://www.dailynayadiganta.com/first-page/336756