এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি
২৯ জুন ২০১৮, শুক্রবার, ৮:২১

সুস্পষ্ট ঘোষণা ছাড়া কর্মসূচি স্থগিত নয় : আরো ৭ জন হাসপাতালে ভর্তি

এমপিওভুক্তির দাবিতে স্বীকৃতিপ্রাপ্ত পাঁচ হাজার ২৪২টি বেসরকারি শিাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক-কর্মচারীর আমরণ অনশনের আজ পঞ্চম দিন। গত চার দিন জাতীয় প্রেস কাবের বিপরীত পাশে সড়ক ফুটপাথে নন-এমপিও শিাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গতকাল চতুর্থ দিনে নতুন করে সাতজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আনোয়ার হোসেন। এ দিকে, গত পরশু রাতে অর্থমন্ত্রী বাজেট নিয়ে সমাপনী বক্তৃতায় ১ জুলাই থেকে এমপিও খাতে বরাদ্দ দেয়ার যে ঘোষণা দিয়েছেন, তার প্রতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলারের দৃষ্টি আকর্ষণ করা হলে, তিনি গতকাল সন্ধ্যায় নয়া দিগন্তকে বলেন, অর্থমন্ত্রী যে বক্তব্য বা যাই দিন না কেন, আমাদের দাবি ও অনশনের ব্যাপারে কোনো সুস্পষ্ট ঘোষণা দেননি। অর্থমন্ত্রীর বক্তব্যে আমাদের পাঁচ হাজার ২৪২টি প্রতিষ্ঠানের কোনো কথা বা আশ্বাস নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কিসের ভিত্তিতে কোন আশ্বাসে অনশন ছেড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবো? তিনি আরো বলেন, স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রী ঘোষণার সম্পূর্ণ বাস্তবায়ন আমরা চাই।
গতকাল চতুর্থ দিনে অসুস্থ হয়ে সাতজন শিক্ষক হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন নন-এমপিও শিাপ্রতিষ্ঠান শিক কর্মচারী ফেডারেশনের নেতারা।

সংগঠনটির মুখপাত্র গতকাল সন্ধ্যায় নয়া দিগন্তকে আরো জানান, অসুস্থ শিকদের মধ্যে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক বিনয় ভূষণও রয়েছেন। তারা অসুস্থ হয়েও অনশন স্থলেই রয়েছেন। তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে অনশনস্থলেই। এ ছাড়া গতকালই গুরুতর অসুস্থ সাতজনকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, স্বীকৃতিপ্রাপ্ত সব শিাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবি আদায় এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, নন-এমপিও শিাপ্রতিষ্ঠানের শিক-কর্মচারীরা গত ৭ মে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-২০১৯ অর্থবছর বাজেট পেশকালে নতুন এমপিওভুক্তির বিষয়ে পৃথক কোনো বরাদ্দ ও নির্দেশনা না থাকায় এমপিওভুক্তির দাবিতে প্রথমে অবস্থান এবং পরে গত ২৫ জুন থেকে আমরণ অনশন শুরু করেন। গত চার দিনে অনশনের ৯০ জনের অধিক শিক্ষক-কর্মচারী শিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের স্যালাইন দেয়া হয়েছে। এর মধ্যে সাতজনের অবস্থা গতকাল বেশি খারাপ হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

http://www.dailynayadiganta.com/last-page/328716