২৮ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:১৭

মাওলানা সাঈদীর ডিভিশন চেয়ে রিটের আদেশ আজ

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য জেলখানায় ডিভিশন চেয়ে জমা দেয়া রিট আবেদনের ওপর গতকাল শুনানি শেষে আদালত আজ বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন। গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপাতি মো: ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

মাওলানা সাঈদীর পক্ষে আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সাথে ছিলেন ব্যারিস্টার তানভির আহমেদ আল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মাওলানা সাঈদীর পক্ষে তার বড় ছেলে শামীম সাঈদী রোববার রিট আবেদনটি জমা দেন।
মাওলানা সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, আমার পিতা ২০১০ সালের ২৯ ডিসেম্বর গ্রেফতার হওয়ার পর থেকে সাবেক একজন সংসদ সদস্য হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশন-১ প্রাপ্ত বন্দী হিসেবে ছিলেন। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমার পিতার মৃত্যুদণ্ড ঘোষণা করলে ডিভিশন বাতিল করে তাকে কারাগারে ফাঁসির আসামির কনডেম সেলে অন্তরীণ রাখা হয়।
মাওলানা সাঈদী বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন।

http://www.dailynayadiganta.com/last-page/328362