২২ জুন ২০১৮, শুক্রবার, ১১:৪৪

ঢাকায় অস্থায়ী কোরবানি পশুর হাট ইজারার প্রস্তুতি

শতকোটি টাকা রাজস্ব ক্ষতির শঙ্কা

ইজারাদারের মুনাফা ৮-১০ গুণ * ডিএসসিসিতে ১৩টি এবং ডিএনসিসিতে ৮টি হাট বসবে

রাজধানীতে পশুর হাট ইজারা দেয়া নিয়ে এবারও শতকোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে অস্থায়ী কোরবানি পশুর হাট ইজারা দেয়ার প্রস্তুতি শুরু করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৮টি অস্থায়ী পশুর হাট বসানোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগির গণবিজ্ঞপ্তির মাধ্যমে হাট ইজারা দেয়ার দরপত্র আহ্বান করা হবে।
হাটবাজার বরাদ্দ নীতিমালা-২০১১ অনুযায়ী আগের বছরের ইজারার সঙ্গে ২৫ শতাংশ মূল্য বাড়িয়ে সর্বনিু দর নির্ধারণের নিয়ম পাল্টে ৬ শতাংশ করা হয়েছে। এতে করে ইজারাদারের মুনাফা অর্জনের পথ আরও সহজতর হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কোরবানি পশুর হাটের ইজারা নির্ধারণের ক্ষেত্রে দেশের প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে ঢাকা শহরকে মেলানো যাবে না। গ্রাম, উপজেলা বা জেলার ক্ষেত্রে গত বছর জারি করা প্রজ্ঞাপনের যৌক্তিকতা থাকলেও রাজধানী ঢাকা বা মহানগরগুলোর ক্ষেত্রে এ নিয়ম ঠিক নয়। ঢাকা শহরের ইজারাদাররা ইজারামূল্যের চেয়ে ৮-১০ গুণ বেশি মুনাফা করেন। অথচ এসব হাটের ইজারামূল্য আরও কমানো হয়েছে। এটা কোনোভাবেই যৌক্তিক নয়।

অনুসন্ধানে জানা যায়, গত বছর ঢাকা শহরে ১৬টি অস্থায়ী কোরবানি পশুর হাট ইজারা দেয়া হয়। এসব হাটের ইজারামূল্য ছিল ২৩ কোটি টাকা। ইজারাদারদের তথ্যমতে, অস্থায়ী হাটে চার লাখ ৫০ হাজার গরু বিক্রি হয়। ৪৬ হাজার ছাগল বিক্রি হয়। এ সময় শতকরা ৫ টাকা হারে ১৩৮ কোটি টাকা হাসিল আদায় হয়েছে। গত বছরের বাজারদর পর্যালোচনা করে দেখা গেছে, গরুর গড় দাম ছিল ৬০ হাজার টাকা এবং ছাগলের গড় দাম ছিল ১০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটে এ তথ্য সরবরাহ করে ঢাকার দুই সিটি কর্পোরেশন। একই চিত্র ছিল ২০১৬ সালের
অস্থায়ী কোরবানি পশুর হাটগুলোরও। ওই বছর ঢাকা শহরের ২২টি পশুর হাটে দুই লাখ ৪৩ হাজার গরু বিক্রি হয়। আর ৩৫ হাজার ৪২০টি ছাগল বিক্রি হয়। এ হাটগুলোর মোট ইজারামূল্য ছিল ১৮ কোটি ৫৪ লাখ টাকা। অথচ এসব হাটে ৭৪ কোটি টাকা হাসিল আদায় হয়। ২০১৬ সালে ইজারামূল্যের চেয়ে ৫৬ কোটি টাকার বেশি হাসিল আদায় হয়। এসব তথ্য ইজারাদারদের দেয়া। তবে হাসিল আদায় আরও বেশি ছিল। কারণ ইজারাদাররা রাজস্ব আয় কম দেখানোর জন্য নিজেদের মতো করে তথ্য সরবরাহ করে। সেখানে সিটি কর্পোরেশনের কোনো নিয়ন্ত্রণ নেই। তথ্যানুসন্ধানে অস্থায়ী কোরবানি পশুর হাটের ইজারামূল্য ও হাসিল আদায়ের মধ্যে বিস্তর ফারাক লক্ষ করা গেছে। দরপত্র প্রতিযোগিতামূলক না হওয়ার পেছনে এটি অন্যতম কারণ। ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব এবং টেন্ডার সমঝোতার কারণে আবেদন কম পড়ে। পাতানো
দরপত্রের কারণে সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণে থাকে অস্থায়ী কোরবানি পশুর হাটগুলো। কয়েকটি হাটের ইজারামূল্য ও হাসিল আদায়ের চিত্র : ২০১৬ সালে ঝিগাতলা হাজারীবাগ অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারামূল্য ছিল ৬৬ লাখ ১০ হাজার টাকা। অথচ সে বছর ওই হাটে ১০ হাজার ৩২০টি গরু বিক্রি হয় এবং চার হাজার ১২০টি ছাগল বিক্রি হয়। শতকরা ৫ টাকা হাসিল হিসাবে ইজারাদার গরু বিক্রি থেকে ৩ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা এবং ছাগল বিক্রি থেকে ২০ লাখ ৬০ হাজার টাকা হাসিল আদায় করেন। এসব জানার পরও গত বছর ঝিগাতলা হাটের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ লাখ ৪৫ হাজার টাকা। এবারও একই পথে চলছে হাট ইজারার প্রক্রিয়া।
রহমতগঞ্জ : ২০১৬ সালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি হাটের ইজারামূল্য ছিল ৯ লাখ ১৫ হাজার টাকা। ওই বছর হাটে চার হাজার ৯৮০টি গরু বিক্রি হয়। গরুর গড় মূল্য অনুযায়ী ১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা হাসিল পান ইজারাদার। ইজারামূল্যের চেয়ে গত বছর ওই পশুর হাট থেকে ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা বেশি হাসিল আদায় করেন ইজারাদার। ডিএসসিসি গত বছর এ হাটের ইজারামূল্য নির্ধারণ করে মাত্র ১০ লাখ ৩ হাজার টাকা। এবারও হাট ইজারার একই প্রক্রিয়া শুরু করেছে ডিএসসিসি।

ভাটারা : গত বছর ভাটারা সাঈদনগর হাটের ইজারামূল্য ছিল ১৫ লাখ ৬৫ হাজার টাকা। এ হাটে গরু বিক্রি হয়েছে ৬ হাজার এবং ছাগল ৩ হাজার। গড় মূল্য হিসাবে গরু বিক্রি করে ১ কোটি ৮০ লাখ টাকার হাসিল আদায় করা হয়। ছাগলের হাসিলসহ ইজারাদার এ হাট থেকে মোট হাসিল আদায় করে ১ কোটি ৯৫ লাখ টাকা। ইজারামূল্যের চেয়ে ইজারাদার ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা হাসিল বেশি আদায় করে। গত বছর হাটের সর্বনিু দর ৬ শতাংশ বৃদ্ধি করে ডিএনসিসি।
এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আবদুল মালেক যুগান্তরকে বলেন, ইতিমধ্যে কোরবানি পশুর হাট বসানোর প্রস্তুতি চলছে। নিয়ম অনুযায়ী পশুর হাটের ইজারা দেয়া হবে। তবে এসব হাট থেকে রাজস্ব বাড়ানোর কোনো প্রস্তুতি নেই।

এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, বিদ্যমান নীতিমালার কারণে সিটি কর্পোরেশন চাইলে কোনো হাটের ইজারামূল্য বাড়াতে পারে না। তিনি বলেন, ডিএনসিসি এলাকার হাটে ইজারামূল্যের চেয়ে বেশি হাসিল আদায় হলেও তা সহনীয়। অনেক ক্ষেত্রে অনেক ইজারাদার ক্ষতিগ্রস্তও হন। আর কোরবানি পশুর হাটগুলো মূলত নগরবাসীর সেবার কথা বিবেচনা করে করা হয়। এ কারণে এসব হাটের ইজারামূল্য বা হাসিল অতিরিক্ত বেড়ে যায়। তখন পশুর দামও বেড়ে যায়। এর প্রভাব নগরবাসীর ওপর পড়ে।

এবার রাজধানীতে ২১টি অস্থায়ী পশুর হাট বসবে : প্রতিবছরের মতো এবারও ঢাকার দুই সিটি কর্পোরেশনে অস্থায়ী কোরবানি পশুর হাট বসবে। ইতিমধ্যে দুই সিটি কর্পোরেশন প্রস্তুতিও শেষ করেছে। ডিএসসিসি এলাকায় ১৩টি এবং ডিএনসিসি এলাকায় ৮টি বসবে। তবে এলাকাবাসীর চাহিদার পরিপ্রেক্ষিতে হাটের সংখ্যা বাড়তেও পারে। আর ন্যূনতম দর না উঠলে নির্ধারিত হাটের যে কোনোটি বাদও পড়তে পারে।

ডিএসসিসির হাট : ডিএসসিসির পশুর হাটগুলো হলো- খিলগাঁও মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, হাজারীবাগের ঝিগাতলা মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, কামরাঙ্গীরচরের ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ সংলগ্ন জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া মাঠ সংলগ্ন খালি জায়গা, কদমতলীর শ্যামপুর বালুর মাঠ, গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা রাস্তার পূর্ব পাশ, ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন ধোলাইখাল ট্রাক টার্মিনাল ও সংলগ্ন খালি জায়গা এবং নতুন অন্তর্ভুক্ত ডেমরার আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা।

ডিএনসিসির হাট : ডিএনসিসির পশুর হাটগুলো হলো- উত্তরা ১৫ নম্বর সেক্টরের প্রথম গোলচত্বর সংলগ্ন খালি জায়গা, ভাটারা (সাঈদ নগর) পশুর হাট, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের (আফতাব নগর) পূর্বাংশের খালি জায়গা, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন (বছিলা) পুলিশ লাইনের জায়গা, মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মিরপুর ডিওএইচএস সংলগ্ন উত্তর পাশের সেতু প্রোপার্টি হাউজিংয়ের ফাঁকা জায়গা, আশিয়ান সিটির খালি জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা।

https://www.jugantor.com/todays-paper/last-page/61615