জাতীয় প্রেস কাবের সামনে নন-এমপিও শিক্ষকদের অবস্থান
২২ জুন ২০১৮, শুক্রবার, ১১:৪০

১২ দিনে গড়িয়েছে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন

বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে জারি করা হয়েছে এমপিওকরণ নীতিমালা। কিন্তু এসব উপেক্ষা করে শিক্ষকেরা টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকার জাতীয় প্রেস কাবের সামনে। শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করতে হবে। কঠিন শর্তের জালে ফেলে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণ করার যে খবর প্রকাশিত হয়েছে তাতে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষকেরা।
স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণের দাবিতে গতকাল জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে নন-এমপিও শিাপ্রতিষ্ঠান শিক-কর্মচারী ফেডারেশন। ফেডারেশনের সহসভাপতি অধ্য আব্দুল হামিদের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সকাল ১০টার দিকে তাদের কাছে স্মারকলিপি জমা দেন।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঘোষণা বাস্তবায়নের দাবিতে গত ১০ জুন থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি নন-এমপিও স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। আগামী সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দেয়া হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে। সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা যোগ দিয়েছেন অবস্থান কর্মসূচিতে। প্রতিদিন বাড়ছে শিক্ষকদের সংখ্যা।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করা দুই কমিটির যৌথ সভা আগামী রোববার সকালে ব্যানবেইস ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক তাদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে রাজধানীর জাতীয় প্রেস কাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। ৩১ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশন শুরু করেন। ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান জাতীয় প্রেস কাবের সামনে অনশনরত শিক্ষকদের মাঝে এসে দাবি মেনে নেয়ার কথা জানান শিক্ষকদের। সাজ্জাদুল হাসান বলেন, প্রধানমন্ত্রী আমাকে জানাতে বলেছেন তিনি আপনাদের দাবি মেনে নিয়েছেন। তিনি আপনাদের অনশন ভেঙে যার যার বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। কিন্তু গত ৭ জুন জাতীয় সংসদে উপস্থাপিত জাতীয় বাজেটে শিক্ষকদের এমপিওকরণ, জাতীয়করণের বিভিন্ন দাবি মানা এবং বরাদ্দ বিষয়ে কোনো কিছু উল্লেখ না থাকায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষকেরা। এরপর দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত ১০ জুন থেকে আবার জাতীয় প্রেস কাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

http://www.dailynayadiganta.com/last-page/326861