মূল্যস্ফীতির হার আবারো বেড়েছে। ২০১৬ সালে কমে যাওয়ার প্রবণতা থাকলেও নতুন বছরের শুরুতেই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এই হার বৃদ্ধি। বছরের প্রথম মাস জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এ মূল্যস্ফীতির সাধারণ হার ছিল ৫ দশমিক ১৫ শতাংশ, যা গত ডিসেম্বর মাসে ছিল ৫ দশমিক ০৩ শতাংশ। জানুয়ারিতে মোটা চালের দাম কিছুটা বৃদ্ধি এবং বছরের শুরুতে ছাত্রছাত্রীদের ভর্তিসহ বাড়তি ব্যয়ের কারণে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে বলে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান।
শেরেবাংলা নগরের এসইসি-২ সম্মেলন কক্ষে এক ব্রিফিংএ মন্ত্রী এ তথ্যসহ গত সাত মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হারও প্রকাশ করেন। তিনি বলেন, সাধারণত জানুয়ারি ও জুন মাসে আমাদের দেশে মূল্যস্ফীতি বেড়ে যায়। এটা স্বাভাবিক ব্যাপার। উল্লেøখ্য চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরেছে সরকার।
মন্ত্রী জানান, জানুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৩৮ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ১০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ।
গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯২ শতাংশে। এটা ডিসেম্বরে ছিল ৪ দশমিক ৪৬ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৭৮ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৫২ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ৮৮ শতাংশ।
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জানুয়ারিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশে, যা আগের মাসে ছিল ৬ দশমিক শূন্য ৭ শতাংশ। তবে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১১ শতাংশে, যা আগের মাসে ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১ শতাংশে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৩৫ শতাংশ।
এডিপি বাস্তবায়ন হার : মন্ত্রী চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাসের (জুলাই-জানুযারি) এডিপি বাস্তবায়নের চিত্র তুলে ধরে জানান, সাত মাসে ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে। বাস্তবায়নের এ হার শতকরা ৩২ দশমিক ৪২ ভাগ। গত বছর একই সময়ে এ হার ছিল শতকরা ২৮ ভাগ এবং বাস্তবায়ন ব্যয় ছিল ২৮ হাজার ৭৫০ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে একই সময়ে এ বাস্তবায়ন হার ছিল ৩২ শতাংশ এবং ২০১৩-১৪ অর্থবছরে ছিল ৩১ শতাংশ।
http://www.dailynayadiganta.com/detail/news/194115