বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজধানীর অনেক রাস্তা। বঙ্গবাজার এলাকা থেকে তোলা ছবি
২ জুন ২০১৮, শনিবার, ১১:২২

ছুটির দিনে বৃষ্টির ভোগান্তি

দ্বিতীয় দিনের মতো ভারী বৃষ্টিপাতে গতকালও ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ছুটির দিনে দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। ঈদ কেনাকাটায়ও ভাটা পড়ে। বিকেলে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার একটানা তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনকি মগবাজার ও খিলগাঁও ফ্লাইওভারেও পানি জমে যায়। গতকাল টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীতে বৃষ্টি নামে। বেলা ২টার দিকে শুরু হওয়ায় এ বৃষ্টিপাত বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকে। ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়কে পানি জমে যায়। সরেজমিন গুলিস্তান, মতিঝিল, আরামবাগ, কমলাপুর, শাহজাহানপুর, রাজারবাগ, ধানমন্ডি ২৭, পান্থপথ, মালিবাগ চৌধুরীপাড়ার সড়কে পানি জমে থাকতে দেখা যায়। এ পানি রাত অবধিও সড়কে জমেছিল। সড়কে জলাবদ্ধতা ও রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। ইকবাল হোসেন নামে এক পথচারী বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ার পরও জলাবদ্ধতার কারণে রাস্তায় হাঁটা যাচ্ছে না। বিকেলে বৃষ্টির কারণে যারা ছুটির দিনে মার্কেটে যাওয়ার পরিকল্পনা করেন তারা কিছুটা বিপাকে পড়েন। তবে সন্ধ্যার পর পরিবেশ অনুকূল থাকায় ক্রেতারা মার্কেটে ভিড় জমান। খিলগাঁও তালতলা মার্কেটের বিক্রয়কর্মী আসাদুর রহমান বলেন, ঈদের সময় শুক্রবার ছুটির দিনে ক্রেতাদের আগমন বেশি হয়। কিন্তু দুপুরে বৃষ্টি হওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছিলাম। অবশ্য সন্ধ্যা থেকে ক্রেতারা মার্কেটে আসায় ক্ষতি কম হয়েছে।

http://www.dailynayadiganta.com/last-page/322109