১ জুন ২০১৮, শুক্রবার, ৯:৪২

এক মাসে দেশে ৩২৩ জন হত্যাকাণ্ডের শিকার

গত এক মাসে দেশে ৩২৩ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এরমধ্যে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে ১২৭ জন। অর্থাৎ এক মাসে গড়ে প্রতিদিন হত্যার ঘটনা ঘটে ১০-এর অধিক। বাংলাদেশ মানবাধিকার কমিশন তাদের মাসিক প্রতিবেদনে গতকাল এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করে জানায়, এ ধরনের হত্যাকাণ্ড অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পরিচায়ক। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকাণ্ড কমিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব বলে সংস্থাটি মনে করছে।

মাসিক প্রতিবেদনে উল্লেøখ করা হয়, মে মাসে দেশে মোট হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৩২৩ জন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ১২৭ জন, যৌতুকের কারণে পাঁচজন, পারিবারিক সহিংসতায় ৩৫ জন, সামাজিক সহিংসতায় ৭১ জন, রাজনৈতিক কারণে পাঁচজন, চিকিৎসকের অবহেলায় মৃত্যু পাঁচজন, অপহরণের পর হত্যা ১১ জন, গুপ্তহত্যা সাতজন, রহস্যজনক মৃত্যু ৫০ জন, ধর্ষণের পর হত্যা সাত জন, পরিবহন দুর্ঘটনায় নিহত ২০৩ জন এবং আত্মহত্যা করেছে ২৫ জন।

 

http://www.dailynayadiganta.com/first-page/321683