৩১ মে ২০১৮, বৃহস্পতিবার, ৭:৫৮

৯ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ আরো ১৫ জন নিহত

সারা দেশে মাদকবিরোধী অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ গত মঙ্গলবার রাত পর্যন্ত রাজধানী, মাগুরা, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, নড়াইল, কুমিল্লা, কক্সবাজার ও যশোরের বেনাপোলে আরো ১৫ জন নিহত হয়েছেন। এসব স্থানে অভিযান চালানোর সময় র্যাব ও পুলিশের আট সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে গত ১৬ দিনে সারা দেশে মাদকবিরোধী অভিযানে ১৩১ জন নিহত হয়েছেন। তারা বেশির ভাগই মাদক কারবারি বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।

নিজস্ব প্রতিবেদক জানান, রাজধানীর ভাষানটেকে মাদকবিরোধী অভিযানে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৩টায় ভাষাণটেকের দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় মাদকের আস্তানায় র্যাব সদস্যরা এ অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল ও প্রায় ১৮ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে।
নিহতরা হলেনÑ আতাউর রহমান আতা (৪৫), ফারুক ইসলাম বাপ্পি (৩৮) ও মোস্তফা হাওলাদার (৩২)। র্যাবের দাবি, নিহত তিনজনই মাদক কারবারি। তাদের মধ্যে আতা সাভারের কুখ্যাত মাদক কারবারি এবং মোস্তফা ও বাপ্পি ভাষানটেকের মাদক কারবারি বলে জানায় র্যাব।
এ দিকে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আতার পরিবার দাবি করেছে, তিনি মাদক কারবারি নন। হাসপাতাল সূত্র জানায়, আতার ছেলে জনি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে এসে বাবার লাশ শনাক্ত করেন। তার দাবি, বাবা জমিজমার ব্যবসায় করতেন। তিনি মাদকের কারবারের সাথে যুক্ত নন। তাকে মাদক কারবারি বানানো হয়েছে। সাভারে মজিদপুর এলাকায় তাদের বাড়ি।
র্যাব-৪-এর অধিনায়ক চৌধুরী মঞ্জুর কবির সাংবাদিকদের জানান, মাদক বিক্রেতাদের অবস্থান নিশ্চিত হয়ে রাতে ভাষানটেকের দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র্যাব সদস্যদের ল্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে আতাসহ তিন মাদক বিক্রেতাকে আহতাবস্থায় পাওয়া যায়।
গুলিবিদ্ধ তিনজনকে প্রথমে মিরপুর আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, আতা সাভারের শীর্ষ মাদক কারবারি এবং বাপ্পি ও মোস্তফা ভাষানটেক এলাকার মাদক কারবারি।
প্রসঙ্গ, মাদকবিরোধী অভিযানে রাজধানীতে এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে এক দিনে একই স্থানে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহতের ঘটনা ঘটল। এ ছাড়া পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দক্ষিণখানে একজন ও রূপনগর এলাকায় একজন মাদক কারবারি নিহত হয়েছেন।
মাগুরা সংবাদদাতা জানান, মাগুরা পৌর এলাকার বাটিকাডাঙ্গা মাঠ থেকে তিন মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হচ্ছেনÑ শহরের ভায়না গ্রামের মহিউদ্দিন চোপদারের ছেলে বাচ্চু চোপদার (৫০), নতুন বাজার বৈরাগীপাড়ার খোকন অধিকারীর ছেলে কিশোর অধিকারী কালা (৪০) ও ইসলামপুরপাড়ার রাজ্জাক ঢালীর ছেলে রায়হান ঢালী বৃটিশ (২৩)।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে গত মঙ্গলবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে নগরীর টাইগারপাস এলাকায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইসহাক ওরফে ওমর ফারুক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ওমর ফারুক মাদক কারবারি। অপর দিকে সীতাকুণ্ডের ছোট দারোগাহাট এলাকায় রাজিব (২৭) নামে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক রাজিব কিছুুদিন আগে ত্রিপুরা পল্লীর দুই কিশোরী হত্যা মামলার আসামি বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ইসহাক : র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ ইসহাক ওরফে ওমর ফারুক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ওমর ফারুক মাদক কারবারি। স্থানীয়রা জানান, তিনি নগরীর লাভ লেইন ঝাউতলা যুবদলের নেতা ছিলেন। তবে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। গত মঙ্গলবার রাত সোয়া ১টায় কোতোয়ালি থানাধীন টাইগারপাসের কাছে পলোগ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো: ইসহাক নগরীর কোতোয়ালি থানাধীন ৩৮ নম্বর লাভলেইন ন্যাশনাল প্রাইমারি স্কুলসংলগ্ন মোহাম্মদ আলীর ছেলে।
সীতাকুণ্ডে রাজিব খুন : সীতাকুণ্ডের ছোট দারোগাহাট এলাকায় রাজিব (২৭) নামে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক রাজিব কিছুুদিন আগে ত্রিপুরা পল্লীর দুই কিশোরী হত্যা মামলার আসামি বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
যশোর অফিস জানায়, যশোরের বেনাপোল সীমান্তে গুলিতে দুইজন নিহত হয়ছেন। পুলিশের ভাষ্য, নিহতরা মাদক কারবারি; নিজেদের মধ্যে গোলাগুলিতে তা মারা পড়েছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নেত্রকোনা সংবাদদাতা জানান, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবর রহমান (৪২) এক ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারে নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে পুলিশের হাতে আটকের পর কক্সবাজারের কবিতা চত্বরে এক ‘বন্ধুকযুদ্ধে’ তিনি নিহত হন।
সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের কামারখন্দে মাদকবিরোধী অভিযানে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আশান হাবীব (৪৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন র্যাবের তিন সদস্য। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ১২টায় কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক হাজার পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন র্যাব সদস্যরা। নিহত আশান হাবীব কামারখন্দ উপজেলার হাটপাড়া এলাকার ইজার উদ্দিনের ছেলে।
কুমিল্লা সংবাদদাতা জানান, কুমিল্লায় মাদকবিরোধী অভিযান চলাকালে মাদক কারবারিদের সাথে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে রোছমত আলী (৪০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১টায় জেলার বুড়িচং উপজেলার লড়িবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই মাদক কারবারি উপজেলার ছয়গ্রামের মরহুম আলী আহাম্মদের ছেলে। রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে। নিহত রোছমত আলী তালিকাভুক্ত মাদক কারবারি ও তার বিরুদ্ধে থানায় সাতটি মাদকের মামলা রয়েছে।
গত আট দিনে জেলার কোতোয়ালিতে তিনজন, চৌদ্দগ্রামে একজন, সদর দক্ষিণে দু’জন, বুড়িচংয়ে দু’জন, ব্রাহ্মণপাড়ায় দু’জন এবং দেবিদ্বারে একজন ও মুরাদনগরে দু’জনসহ ১৩ জন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
নড়াইল সংবাদদাতা জানান, নড়াইল শহর সংলগ্ন মালিবাগ মোড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক কারবারি সজিব শেখ (৩০) নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ২টায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সজিব সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আলতাফ শেখের ছেলে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি, দু’টি রামদা, একটি গাছিদা এবং ২১৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত পাঁচ পুলিশ সদস্যকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সজিবের নামে মাদকের একাধিক মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি তানজিল নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৩টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি ইটভাটার পাশে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে। নিহত মাদক কারবারির বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। নিহত তানজিল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার সরদারপাড়ার মরহুম রমজান আলির ছেলে।
দিনাজপুর সংবাদদাতা জানান, দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে আরো ১১ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা, ১১ বোতল ফেনসিডিল, ৩৬ লিটার চোলাই মদ ও হেরোইন জব্দ করা হয়। গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়েছে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, ফুলবাড়ীতে মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্তসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ সংবাদদাতা জানান, ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ের পুলিশ বক্সের কাছে গত সোমবার দুই খাম্বার মাঝ খানের টঙ দোকান থেকে মাদক জব্দ করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আজিজুল হক জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ গত সোমবার বিকেল ৪টায় শহরের পোস্ট অফিস মোড়ের ওই টঙ দোকানে অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় নুরুদ্দিন খান নামে এক ব্যক্তিকে। তার দেয়া তথ্য মতে জেলা শহরের উকিলপাড়ায় অভিযান চালিয়ে তার বোন নাজমা ও ছোট ভাইয়ের স্ত্রী তহমিনা খাতুনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিদেশী ৪৪২ বোতল বিয়ারসহ বিপুল মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুপ্রভাত চাকমা তাদের ছয় মাস করে কারাদন্ড দেন।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, মিরসরাইয়ে তালিকাভুক্ত ইয়াবা কারবারি জামাল উদ্দিন ফকিরকে (৩০) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তার কাছ থেকে ২৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ঝুলনপুল থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় সাতটি মাদক মামলা রয়েছে। জামাল উদ্দিন করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের ফজল হক ড্রাইভারের ছেলে ও বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাজুর ভাই।
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা জানান, গত মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ ১৫২ পিস ইয়াবাসহ এমরান হোসেন চৌদ্দিয়া ও জোসনা আক্তার রুনাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টায় পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের লিটনের ভাড়া বাসা থেকে ১০০ পিস ইয়াবাসহ জোসনা আক্তার রুনাকে গ্রেফতার করা হয়। সে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামের আবদুল হাকিম মিয়া বাড়ির মরহুম মোহাম্মদ ফজলুল করিমের মেয়ে। একই রাতে ৮ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের খাদ্য গুদামের সামনে থেকে ৫২ পিস ইয়াবাসহ এমরান হোসেন চৌদ্দিয়াকে গ্রেফতার করা হয়। সে ব্যাপারি মো: দুলাল হোসেনের ছেলে।
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা জানান, রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে গত মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তার নাম হাতেম শেখ (২৮)। বাবার নাম আক্কাস শেখ।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানার এএসআই রমজান খন্দকার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মাদক কারবারিকে গতকাল বুধবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে অভিযান চালিয়ে ৩০৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। গ্রেফতারকৃতরা হলোÑ উপজেলার কসবা গ্রামের কাওছার ফকির, উত্তর বিজয়পুর গ্রামের জলিল সরদার, হরিসোনা গ্রামের মাসুম হাওলাদার।
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ১৫ মাদকসেবীকে আটক ও তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দিয়ে রাজবাড়ীর জেলহাজতে পাঠানো হয়।
বগুড়া অফিস জানায়, বগুড়ায় ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ আবু মুসা নামে এক যুবককে গ্রেফতার করেছে। গতকাল বুধবার দুপুরে জেলার কাহালু থানার গিরাইল গ্রামের স্লুইচ গেট এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাকে গ্রেফতার করা হয়। সে কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার বিকেলে টেকেরহাট উত্তরপাড় বাসস্ট্যান্ড (মুকসুদপুর অংশে) থেকে মাদককারবারি কুমুদ বৈদ্যকে (৪৫) ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদককারবারি উপজেলার দণি জলিরপাড় গ্রামের মৃত ধীরেন বৈদ্যর ছেলে।
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা জানান, মাদকদ্রব্য অভিযান শুরু পর চলতি মাসে তেঁতুলিয়ায় ২০টি মামলা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানিউল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। এ ছাড়া বেশি মাদকদ্রব্য বহনের অপরাধে তেঁতুলিয়া থানা পুলিশ বাদি হয়ে নিয়মিত ১০টি মামলা রুজু করেছে।
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল ইসলাম জানান, তেঁতুলিয়ায় বড় ধরনের মাদকদ্রব্যের কোনো ব্যবসা আগেও ছিল না আর এখনো নাই। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য চোরাচালান বিজিবি ও পুলিশের তৎপরতায় অনেক আগেই বন্ধ হয়েছে।
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর নিয়ামতপুরে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ১২ দিনে (১৮ মে থেকে ২৯ মে) ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ১৬টি আর পলাতক রয়েছে আরো চারজন। এই ১২ দিনের অভিযানে ১৩৩ লিটার চোলাই মদ ও ওয়াশ নষ্ট করা হয়েছে এবং ৮১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
রংপুর অফিস জানায়, চলমান মাদকবিরোধী অভিযানে মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত রংপুরে ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর ডিবি পুলিশের ওসি (উত্তর) শরিফুল ইসলাম জানান, ওই সময়ে রংপুরের আট জেলায় অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি ও মাদকসেবী। তিনি আরো জানান, এ ছাড়া মাদক আইনে এ সময়ে তিনটি মামলা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ২৯ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।



http://www.dailynayadiganta.com/first-page/321506/