২৮ মে ২০১৮, সোমবার, ৯:১৫

‘বন্দুকযুদ্ধে’ আরো ১১ জন নিহত

দেশব্যাপী মাদকবিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে র্যাব ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানকালে কথিত বন্ধুকযুদ্ধে গতকালও অন্তত ১১ জন নিহত হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।

ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাদক কারবারি রফিকুল ইসলাম ওরফে তালেবান (৫৫) কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গতকাল ভোরে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ দুর্লভপুর এলাকায় পুলিশের সাথে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত রফিকুল ইসলাম ওরফে তালেবান রানীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।
পুলিশ জানায়, রফিকুল ইসলামের নামে ২০টির ওপরে মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সীতাকুণ্ডে পুলিশের সাথে একদল মাদকবিক্রেতা কথিত বুন্দুকযুদ্ধে একজন নিহত এবং তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১টায় উপজেলার গুলিয়াখালী সন্দ¦ীপ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ রিহান (২৯)। তিনি মুরাদপুর ইউপির গোলাবাড়িয়া দীঘিরপাড় এলাকার মালিউল হকে দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।
সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, রিহানের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক ও ডাকাতির ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় এস আই মাহবুবসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।
কক্সবাজার সংবাদদাতা জানান, মাদকের বিরুদ্ধে অভিযানে ‘র্যাবের সাথে গুলিবিনিময়ের’ ঘটনায় কক্সবাজারের টেকনাফে এবার নিহত হয়েছেন কাউন্সিলর একরামুল হক (৪৬)। টেকনাফ থানার নোয়াখালীপাড়া এলাকায় র্যাব ৭-এর একটি দলের সাথে গুলিবিনিময়ের ঘটনাটি ঘটেছে শনিবার রাত রাত সাড়ে ১২টার দিকে। নিহত একরাম তালিকাভুক্ত মাদক বিক্রেতা ও টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
র্যাব ৭-এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একরামুল হকের গুলিবিদ্ধ লাশ ছাড়াও ১০ হাজার ইয়াবা, একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, ছয় রাউন্ড গুলি ও গুলির পাঁচটি খোসা উদ্ধার করেছে র্যাব। নিহত একরামুল হকের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ঝিনাইদহ সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকুপার বড়দাহ গ্রামের জামতলায় মাদক বিক্রেতাদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়কালে মাদক বিক্রেতা লিটন মোল্লা (৩৫) নিহত হয়েছেন। তিনি একই উপজেলার শেখ পাড়া গ্রামের হাকিম মোল্লার ছেলে। ঘটনাস্থল থেকে একটি শুটার গান, তিন রাউন্ড গুলি, ১০ বোতল ফেনসিডিল ও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত আড়ইটার দিকে।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, নিজেদের মধ্যে বিরোধের জেরে মাদক বিক্রেতাদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়কালে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার গুলিবিদ্ধ লাশ, অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায় নিহতের নাম লিটন মোল্লা। তার বিরুদ্ধে শৈলকুপা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
মেহেরপুর ও গাংনী সংবাদদাতা জানান, মেহেরপুরের গাংনীতে দুই দল মাদক বিক্রেতার মধ্যে বন্দুকযুদ্ধে হাফিজুল ইসলাম ওরফে হাফি (৫০) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার রাত ২টার সময় গাংনী উপজেলার সীমান্তবর্তী গাড়াবাড়িয়া গ্রামের বাথানগাড়ী মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় হাফি নিহত হয় বলে পুুলিশের পক্ষে থেকে জানানো হয়। নিহত হাফি গাংনী সরকারি ডিগ্রি কলেজ পাড়ার শহীদ মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের ছেলে।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধের সূত্র ধরে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় মাদক বিক্রেতা হাফিজুল ইসলাম হাফি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত হাফিজুল ইসলাম হাফির বিরুদ্ধে গাংনী থানায় অন্তত ডজনখানেক মাদকের মামলা রয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

কুষ্টিয়া সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ হালিম নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। কুষ্টিয়া শহরে নিশান মোড় হাউজিং ডি ব্লক এলাকায় শনিবার রাত ২টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধের ঘটনায় থানার সাব ইন্সপেক্টর মোস্তাফিজসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শাটারগান, একটি পাইপগান, ১ রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড বন্দুকের গুলি, ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। নিহত হালিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তিনি সদর উপজেলার বড়িয়া এলাকার সলিম মণ্ডলের ছেলে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
বাগেরহাট ও চিতলমারী সংবাদদাতা জানান, বাগেরহাটের চিতলমারীতে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে মিথুল বিশ্বাষ (৩২) নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের পিংগুড়িয়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা, একটি শাটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত মিথুলের বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় হত্যা, মাদক ও পুলিশের ওপর হামলাসহ ২০টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

চিতলমারী থানার ওসি অনুকূল বিশ্বাস জানান, চিতলামারী উপজেলার পিংগুড়িয়া এলাকার খোকা বিশ্বাসের ছেলে মিথুল বিশ্বাস দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিল।
খুলনা ব্যুরো জানান, খুলনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আবুল কালাম মোল্লা (৪০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। গত শনিবার রাত পৌনে ৩টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের খেয়াঘাট সংলগ্ন শ্মশান ঘাটে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করেছে। নিহত কালাম যশোর জেলার অভয়নগর উপজেলার ইছামতি গ্রামের কাইয়ুম মোল্লার ছেলে। সে মাদকের পাইকারি বিক্রেতা ছিল বলে পুলিশ জানায়। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে বলে খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, ঘটনাস্থল থেকে একটি শটগান, চারটি ককটেল এক রাউন্ড রাইফেলের গুলি ও নম্বর প্লেটবিহীন একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ শহরের কেওয়াটখালী মরাখলা এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সঞ্জয় সরকার (২৬) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ কনস্টেবল আহত হন। রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সঞ্জয় শহরের পুরোহিতপাড়া এলাকার নারায়ণ চন্দ্র সরকারের ছেলে বলে পুলিশ জানিয়েছে। বন্দুকযুদ্ধে ডিবির কনস্টেবল হুমায়ুন ও আমীর হামজা গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম হেরোইন, ৪টি গুলির খোসা, ২টি রামদা, ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
নোয়াখালী সংবাদদাতা জানান, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন। রোববার ভোর রাতের দিকে সোনাইমুড়ি বগাদিয়া ইস্তেমা মাঠ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত হাসান সোনাইমুড়ী পৌর সভার বানুয়াই গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। পুলিশের তথ্যানুযায়ী তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২১টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৭ রাউন্ড কার্তুজ ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ সময় তিন পুলিশ আহত হন ও ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ৭ রাউন্ড কার্তুজ, ১টি রামদা, ৩টি লম্বা ছেনা, ১টি রামদা, ১টি দা ও ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে ১৬ জন মাদক বিক্রেতা ও নেশাখোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০৫ পিস ইয়াবা, ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ বোতল মদ উদ্ধার করা হয়।

মতলব (চাঁদপুর) সংবাদদাতা জানান, মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল ভোর রাত পৌনে ৩টার দিকে মতলব দক্ষিণ থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের হাজীর ডোনের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৭টি মাদক ও অপহরণ মামলার আসামি সেলিমকে (৩৭) আটক করা হয়। পরে মাদক ব্যবসায়ী সেলিমের সহযোগীরা পুলিশের ওপর গুলি ও হামলা চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ক্রসফায়ারে মাদক ব্যবসায়ী সেলিম গুলিবিদ্ধ হয়। আহতাবস্থায় তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন জানান, এ ঘটনায় ৪ পুলিশ আহত হয়েছেন। এ ছাড়াও ৪ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ, ১১০ পিস ইয়াবা ও দু’টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত সেলিমের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার ৬ নম্বর উপাদী উত্তর ইউনিয়নে। তার পিতার নাম সালামত উল্লাহ। তার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা রয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে ৪০০টি ইয়াবাসহ তালিকাভুক্ত তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৬টায় বিআরটিসি ১৪ জামতলা বস্তির প্রবেশমুখে রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদ নাসির প্রকাশ নাছির (৩১), মো: ইসহাক প্রকাশ পারভেজ প্রকাশ মোশাররফ হোসেন (২৫) ও মোহাম্মদ সিদা মিয়া (৩০)।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন এক প্রেসবার্তায় জানান, বিশেষ অভিযান চালিয়ে ৪০০টি ইয়াবাসহ তালিকাভুক্ত তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।

মুন্সীগঞ্জে গ্রেফতার ১৫৮ জন
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের ছয় উপজেলায় মাদকবিরোধী পুলিশের বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৫৮ জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মাদকসেবী থেকে শুরু করে বিক্রেতা ও বড় মাদক কারবারিও রয়েছেন। গ্রেফতারকৃত বেশির ভাগ মাদকসেবী, বিক্রেতা ও কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বর্তমানে জেলহাজতে সাজা ভোগ করছেন। জেলা সদর, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, গজারিয়া ও টঙ্গিবাড়ি উপজেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৫৮ জন মাদকসেবী, বিক্রেতা ও কারবারিকে গ্রেফতার করা হয় বলে গতকাল রোববার পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে।
মাদকবিরোধী বিশেষ এই অভিযানে সর্বাধিক আলোচিত মাদকদ্রব্য হিসেবে নাম উঠে এসেছে ইয়াবার। আর অভিযানে ওই ইয়াবাসহ বেশির ভাগ মাদকসেবী, বিক্রেতা ও কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ দিকে মাদকবিরোধী অভিযান টের পেয়ে জেলার মাদক বিক্রেতা ও বড় কারবারিদের অনেকে গাঢাকা দিয়েছেন। গ্রেফতারের হাত থেকে বাঁচতে মাদক বিক্রেতা ও কারবারিরা বাড়িঘর ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। আত্মগোপনে চলে গেছে মাদক বিক্রেতা ও কারবারিদের একটি অংশ। তবে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে শীর্ষ স্থানীয় মাদক বিক্রেতা থেকে শুরু করে খুচরা মাদক বিক্রেতাদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ বেশ তৎপর।

কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইনসহ আটক ২২
কুড়িগ্রাম সংবাদদাতা জানান, কুড়িগ্রামে রোববার শেষরাত পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ২২ জনকে আটক করা হয়েছে। এ সময় পাঁচ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৩০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এদের মধ্যে পাঁচজনকে মাদক মামলায় গ্রেফতার করা হয়।
এ নিয়ে গত পাঁচ দিনে জেলায় মাদকসেবী ও মাদক কারবারের সাথে জড়িত অভিযোগে মোট ৯৭ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, আটককৃতদের রোববার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নড়াইলে আটক ৩৭, ইয়াবা ও গাঁজা উদ্ধার
নড়াইল সংবাদদাতা জানান, নড়াইলে চার মাদক কারবারিসহ বিভিন্ন অভিযোগে ও মামলায় ৩৭ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার (২৭ মে) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি রয়েছে। এদিকে আটককৃত মাদক কারবারিদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মাদকদ্রব্য, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।

http://www.dailynayadiganta.com/first-page/320752