১৬ মে ২০১৮, বুধবার, ১০:৩৫

ঢাবি শিক্ষার্থীকে ৫-এ ৭ নম্বর দিলেন শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রকে পাঁচের মধ্যে সাত নম্বর দিয়েছেন শিক্ষক। বিভাগের একটি কোর্সের ক্লাস উপস্থিতিতে এ নম্বর দেয়া হয়েছে। এ ছাড়া বিভাগের ২১ শিক্ষার্থীকে ক্লাস উপস্থিতিতে শূন্য (০) দেয়া হয়েছে। এ নিয়ে সমালোচনা চলছে।
ওই বিভাগের তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের ‘অর্থনৈতিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠান’ নামক কোর্সে এমন ঘটনা ঘটেছে। ওই কোর্সের শিক্ষক প্রভাষক আমিনা খাতুন রিংকি। ছাত্র মনির হোসেনকে অতিরিক্ত ২ নম্বর দিয়েছেন তিনি। তবে বেশ কয়েকজন শিক্ষার্থীকে শূন্য দেয়ায় এ সমালোচনা হচ্ছে বলে বিভাগ সূত্রে জানা যায়।

পরিচয় গোপন রাখার শর্তে বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, ওই প্রভাষক অনুমাননির্ভর হয়ে শিক্ষার্থীদের নম্বর দিয়েছেন। অনেকে ক্লাসে উপস্থিত থেকেও উপস্থিতির নম্বর পাননি। এ বিষয়ে তারা বিভাগের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আমিনা খাতুন বলেন, এটা প্রিন্টিং মিসটেক। এর সংশোধনীর সুযোগ আছে। যেসব সমস্যা হয়েছে ঠিক করা হবে। আগে নম্বর প্রকাশ করার অর্থই হলো কোনো ভুল হলে তা সংশোধনযোগ্য।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের দেখানোর জন্য এই ফলাফলটা আগে দেয়া হয়। চূড়ান্ত করার আগে এখানে সংশোধনের সুযোগ আছে। তবে এগুলো আমাদের বিশ^বিদ্যালয়ের অনেক মাইনর বিষয়। পত্রিকায় রিপোর্ট করার মতো কিছু নেই। ক্লাসে উপস্থিত থেকেও নম্বর পায়নি শিক্ষার্থীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি।

 

http://www.dailynayadiganta.com/detail/news/318887