১৬ মে ২০১৮, বুধবার, ১০:১০

ফিলিস্তিনি হত্যা যুদ্ধাপরাধ : অ্যামনেস্টি

ইনকিলাব ডেস্ক : জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপনের প্রতিবাদে গাজা সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার গাজায় শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে ৫৫ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। এতে আহত হয়েছেন প্রায় তিন হাজার ফিলিস্তিনি। এভাবে ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি বাহিনীর গুলি করে হত্যার ঘটনাকে ‘ইচ্ছাকৃত হত্যাকানড’ এবং ‘যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার গবেষণা এবং এডভোকেসী পরিচালক ফিলিপ লুথার বলেন, ‘এটি ইসরায়েলের সামরিক বাহিনীর দ্বারা সংগঠিত আরেকটি ভয়ঙ্কর দিন। সেখানে ব্যাপক গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে এ হত্যাকাÐ ঘটিয়েছে। আনাদোলু এজেন্সি, আল-জাজিরা।

 

 

https://www.dailyinqilab.com/article/131475