ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে চলছে তীব্র যানজট। ছবিটি সোমবার দাউদকান্দির গৌরিপুর এলাকা থেকে তোলা
১৫ মে ২০১৮, মঙ্গলবার, ৮:৫১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনও যানজট

কয়েক দিন ধরেই তীব্র যানজট চলছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। তবে মিরসরাই অংশে রোববার মধ্যরাত থেকে যানজট কাটতে শুরু করায় স্বস্তি দেখা দিয়েছে সেখানকার চালক ও যাত্রীদের মধ্যে। যদিও মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা অংশে যানজট রয়েছে।

দাউদকান্দিতে সোমবার ভোররাত থেকে শুরু হয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সোনারগাঁ অংশেও সৃষ্টি হয়েছে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট। প্রতিনিধিদের পাঠানো খবর :
মিরসরাই (চট্টগ্রাম): যান চলাচল শুরু হওয়ায় স্বস্তি নেমে এসেছে চালক ও যাত্রীদের মধ্যে। যানজট নিরসনে শনিবার রাত থেকে পুলিশ বিকল্প সড়ক দিয়ে ঢাকামুখী গাড়িগুলোকে ফেনীর ফতেহপুর রেলক্রসিং থেকে পাশের বিসিক শিল্পনগরীর সড়ক দিয়ে পার করে দেয়। এতে রোববার মধ্যরাতের মধ্যে এ এলাকায় মহাসড়কের যানজট পুরোপুরি নিরসন হয়।
মিরসরাই সদরের ঢাকাগামী বাস কাউন্টারের মো. শামীম জানান, সোমবার সকাল থেকে আগের মতো বাস চলাচল করছে।

মিরসরাই-সীতাকুণ্ড সড়কে চলাচলকারী 'সেইফ লাইন' পরিবহনের চালক আমীর হোসেন জানান, সোমবার থেকে মহাসড়কে যানজট না থাকায় নিয়মিত গাড়ি চলাচল শুরু হয়েছে।
চৌধুরীহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার সমকালকে জানান, ফেনীতে বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি মহাসড়কের ইউটার্নগুলোয় পুলিশ মোতায়েন করে উল্টোপথে গাড়ি চালানো ঠেকিয়ে দেওয়ায় এ অংশে যানজট দ্রুত কমেছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে দীর্ঘ ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে সোমবার বিকেল পর্যন্ত মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকাজুড়ে যাত্রীদের চরম দুর্ভোগ হয়েছে।
সরেজমিনে দুপুরে মোগড়াপাড়া চৌরাস্তায় গিয়ে দেখা গেছে, অসংখ্য যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকে আছে।

ঢাকা থেকে কুমিল্লাগামী প্রাইম পরিবহনের চালক আজিজুর রহমান জানান, ঢাকার সায়েদাবাদ থেকে সকাল ১০টায় বাস ছাড়ার পর মেঘনা সেতু পর্যন্ত আসতে তার সময় লেগেছে পাঁচ ঘণ্টা। যানজট না থাকলে লাগত সর্বোচ্চ ৪০ মিনিট।
দাউদকান্দি (কুমিল্লা): সোমবার ভোররাত থেকে মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দি গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত ঢাকাগামী প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয়।
ট্রাকচালক ইদ্রিস মিয়া সমকালকে বলেন, গত দু'দিন ফেনীতে যানজটে আটকে থেকে দাউদকান্দি অংশে এসেও একই অবস্থায় পড়েছি।

অ্যাম্বুলেন্স চালক মো. মাসুম বলেন, রোগী নিয়ে একটানা একই স্থানে আড়াই ঘণ্টা ধরে বসে আছি।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম বলেন, মহাসড়কের ফেনীতে কয়েক দিনের যানজটে আটকা পড়া যানবাহনের মাত্রাতিরিক্ত চাপ পড়েছে দাউদকান্দিতে।
গজারিয়া (মুন্সীগঞ্জ): সোমবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে অতিরিক্ত যানবাহন চলাচল ও একাধিক সড়ক দুর্ঘটনার কারণে যানজট দেখা দিয়েছে। একশ্রেণির চালক উল্টো লেনে ঢুকে পড়ায় যানজট আরও বেড়েছে।
গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আলমগীর হোসেন রাত সোয়া ৮টার দিকে জানান, দায়িত্বরত পুলিশ সদস্যরা যানজট নিরসনে চেষ্টা চালাচ্ছেন।

http://samakal.com/whole-country/article/1805832