১৪ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ১০:১৮

পুরানা পল্টনে এমপির অফিসে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ

রাজধানীর পুরানা পল্টনে নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গাজী গোলাম দস্তগীরের অফিসে মোশাররফ হোসেন (২১) নামের এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে ৩৭/২, পুরানা পল্টন কালভার্ট রোডের ১৯তলা ভবনের দ্বিতীয়তলার রূপগঞ্জ-নারায়ণগঞ্জ-১ আসনের এমপির নিজস্ব অফিসে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন যুবক মোশাররফ হোসেন। তার চিৎকার শুনে অফিসের স্টাফরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। গুলি তার পেটে লাগে।
আহত যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া অফিস স্টাফ ইমরান হোসেন ও আবদুল জব্বার সাংবাদিকদের জানান, দ্বিতীয়তলার অফিসটি এমপি গাজী গোলাম দস্তগীরের। ওই অফিসের বাইরে ছাত্রলীগ কর্মী মোশাররফ হোসেন গুলিবিদ্ধ অবস্থায় গোঙাচ্ছিলেন। পরে তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তবে কিভাবে ঘটনাটি ঘটেছে তা তারা জানাতে পারেননি।
গতকাল রাত পৌনে ৮টায় পল্টন থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর মুরাদ হোসেন মিলন নয়া দিগন্তকে বলেন, পুরানা পল্টনের একটি অফিসে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এমন সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে গেছেন। তবে তিনিও বিস্তারিত জানাতে পারেননি।
রাতে হাসপাতালে এমপির সহকারী প্রেস সচিব (এপিএস) কামরুজ্জামান সাংবাদিকদের জানান, মোশাররফসহ ১০-১২ জন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এমপির সাথে দেখা করতে অফিসে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এ সময় হঠাৎ করেই একটি গুলি এসে মোশাররফের শরীরে লাগে।
স্থানীয় সূত্র জানায়, আশিক নামের এক ব্যক্তির সাথে রূপগঞ্জ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরোধ চলছিল দীর্ঘ দিন ধরে। বিষয়টি মিটমাটের জন্য সন্ধ্যায় তাদের অফিসে এনে মীমাংসার উদ্যোগ নিয়েছিলেন এমপি। এ সময় অফিসের বাইরে আশিকের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আশিক কোমর থেকে রিভলবার বের করে গুলি করলে গুলি মোশাররফের পেটে লাগে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে আশিক পালিয়ে যায়।
http://www.dailynayadiganta.com/detail/news/195724