১২ মে ২০১৮, শনিবার, ৯:৪৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২০ কিমি. যানজট

সীমাহীন জানজটে ভোগান্তিও সীমাহীন। ফোর লেন চালু হওয়ার পর গত কয়েক বছরের রেকর্ড ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাড়কে যানজটের সারি ১২০ কিলোমিটার ছাড়িয়ে গেছে। ফেনীর ফতেপুর রেলগেটে ট্রাক বিকল হওয়ার কারণে সৃষ্ট এ যানজট কুমিল্লা থেকে সীতাকুণ্ড পর্যন্ত বিস্তার লাভ করে। দৃশত বুধবার রাত ১২টা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত ৪৪ ঘণ্টার লাগাতার এ যানজটে শিশু ও বৃদ্ধাদের নিয়ে যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। নতুন এ যানজটের কেন্দ্রস্থলে নির্মাণাধীন ফ্লাইওভারের দায়িত্বরত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার রেজাউল মজিদ যুগান্তরকে বলেছেন, শুক্রবার (গতকাল) রাতের মধ্যে এ জট নিরসন হয়ে যাবে। হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার জানা, ফেনীর ফতেহপুর রেল ওভারপাস নির্মাণস্থলে বিকল হয়ে যাওয়া ট্রাক অপসারণে বিলম্ব হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া গাড়ির চাপও বেশি। অনেক মহিলা ও শিশু দীর্ঘ সময় যাত্রা পথে আটকা পড়ায় অসুস্থ হয়ে পড়ছে। পথে খাবারের সংকটের সঙ্গে বাথরুম সমস্যাও মারাত্মক আকার ধারণ করেছে। অনেককে গাড়ি রেখে মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে ছুটতে দেখা গেছে।

শুক্রবার বিকালে মিরসরাইয়ে কথা হয় গরু নিয়ে নোয়াখালী থেকে আসা সায়দুল হকের (৪৮) সঙ্গে। তিনি বলেন, দু’দিন আগে রওনা দিয়েছি। শেষ পর্যন্ত গরু ট্রাক থেকে নামিয়ে হাঁটা শুরু করেছি। ২০ ঘণ্টা হাঁটার পর মিরসরাইয়ে পৌঁছেছি। চট্টগ্রাম পৌঁছতে হয়তো আরও এক দিন লাগবে। কি আর করা, যেতে তো হবে। মিরসরাইয়ের সায়েফ উল্লাহ কুমিল্লা থেকে রওনা দিয়ে ১৫ মিনিটের গাড়ির পথ ৮ ঘণ্টা হেঁটে বাকি পথ উল্টো পথে গাড়িতে করে বাড়ি ফিরেছেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চট্ট মেট্রো-ট-০৪-০৪৯৭-এর চালক বাবুল হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১১টায় নোয়াখালীর উদ্দেশে যাত্রা করে শুক্রবার বিকাল নাগাদ বড়তাকিয়া এলাকায় পৌঁছতে পেরেছি। দুর্ভোগের শেষ নেই।

https://www.jugantor.com/todays-paper/news/47752