১০ মে ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৩

সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

২০০৬ এর পর থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে খেলতে আনাগ্রহ দেখাতে শুরু করে। এ জন্য বিশ্বের অন্যতম ক্রিকেট শক্তির দেশটি দেখাতে শুরু করে নানা অজুহাত। ২০১১ তে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজে খেলে গেলেও টেস্ট সিরিজ খেলতে আসে ২০১৭ সালে। এরমধ্যে তারা নানা অজুহাত ও নাটক অব্যহত রাখে। এ বছর আগষ্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু সেখানেও তাদের আপত্তি।

নানাভাবে সিরিজটি আয়োজনে তারা অপরাগতা প্রকাশ করে বিসিবির কাছে। বিসিবিও নতুন নতুন প্রস্তাব দিয়ে অপেক্ষায় থাকে তাদের জবাবের। কিন্তু শেষ পর্যন্ত আজ সিরিজটি বাতিল করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো। এতো দিন সিরিজ বাতিলের যে গুঞ্জন ছিল আজ এ সংবাদে তা বাস্তবে রূপ নেয়। আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিলের কারণ হিসেবে সেই আর্থিক কারণটিই দেখিয়েছে অজি বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, অস্ট্রেলিয়ার ‘ফ্রি-টু-এয়ার’ চ্যানেলগুলো এই ফুটবলের মৌসুমে এমন একটি ক্রিকেট সিরিজ আয়োজন করতে চায় না। সিএ তাই বিসিবিকে জানিয়ে দিয়েছে, এই সিরিজ তাদের জন্য আর্থিকভাবে লাভজনক হবে না।

http://mzamin.com/article.php?mzamin=116700