৬ মে ২০১৮, রবিবার, ১০:৪৯

শেষের পাতা

১৯ দিনেও নিখোঁজ মাসুদ খানের সন্ধান মেলেনি

নিখোঁজের ১৯ দিনেও সন্ধান মেলেনি দুই সন্তানের জনক মাসুদ খানের। এ নিয়ে তার পরিবারে বিরাজ করছে উদ্বেগ ও উৎকণ্ঠা। মাসুদ খান গত ১৭ এপ্রিল রাজধানীর মুগদার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় মুগদা থানায় একটি জিডি করেন তার স্ত্রী সাবিনা আক্তার।
জিডিতে উল্লেখ করা হয়, গত ১৭ এপ্রিল সকাল ১০টায় ড্রাইভিং শিখতে যাওয়ার কথা বলে দক্ষিণ মুগদার বাসা থেকে বের হন মাসুদ খান। এরপর আর তিনি ফিরে আসেননি। তার ব্যবহৃত দু’টি মোবাইল ফোনে যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়সহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও মাসুদের সন্ধান পাওয়া যায়নি। মাসুদের শ্বশুর সেন্টু মোল্লা বলেন, মাসুদ এক সময় গার্মেন্টে চাকরি করত। পরে চাকরি ছেড়ে দিয়ে ড্রাইভিং শিখছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হলেও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা হতাশার মধ্যে রয়েছি।
এ বিষয়ে জানতে জিডির তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই আতাউর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরে মুগদা থানার ওসি এনামুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই, ভিকটিমের স্বজনেরা থানায় এলে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব।

http://www.dailynayadiganta.com/detail/news/315986