১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:২০

সমাপনীর প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন করে নতুন আদেশ

অবশেষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৮ সালের প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন করে নতুন আদেশ জারি করেছে। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সমাপনী পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নের (এমসিকিউর) পরিবর্তে পঞ্চম শ্রেণীর জন্য নির্ধারিত সিলেবাস থেকেই শতভাগ যোগ্যতাভিত্তিক বা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে শিক্ষার্থীদের। গত ১০ এপ্রিল নেপ-এর সদর দফতর ময়মনসিংহে অনুষ্ঠিত যোগ্যতাভিত্তিক বা সৃজনশীল প্রশ্নের পরিমার্জিত কাঠামো নিয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রতিটি বিষয়ের প্রশ্নের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নম্বর বণ্টন চূড়ান্ত করা হয়।

শতভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্নের মান বণ্টনের ক্ষেত্রে বাংলা, ইংরেজি ও গণিত বিষয় ছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষার বিষয়ে প্রশ্নপত্রে থাকবে চারটি ধাপ। এ চারটি বিষয়ের প্রশ্নের ধরন ও মান বণ্টন সমান। সংক্ষিপ্ত প্রশ্নে উত্তর লিখতে হবে ৩০ নম্বরের। এখানে ১৫টি প্রশ্ন থাকবে, যার সব ক’টির উত্তর লিখতে হবে। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, এর মান হবে ১২। এখানে ১৪টি প্রশ্নে মধ্যে ১২টির উত্তর লিখতে হবে। মিলনকরণ থাকবে ১০ নম্বরের। কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর লিখতে হবে ৮টি। প্রশ্ন থাকবে ১০টি, প্রতিটি প্রশ্ন মান হবে ৬ করে।

বাংলায় মোট ১৪টি প্রশ্নে উত্তর লিখতে হবে। এসব প্রশ্নের মান থাকবে ৫ থেকে সর্বোচ্চ ১০ ও ১৫। ইংরেজিতে ১৩টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এ প্রশ্ন মান থাকবে ৫, ৬, ১০ ও ১২। গণিত বিষয়ে ১১টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মান হবে সর্বোচ্চ ২০। পাটিগণিতের ৭টি প্রশ্ন থাকবে, মান থাকবে ৮ করে। জ্যামিতি সম্পর্কিত ৩টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর লিখতে হবে, মান হবে (৩ + ৩) গুণন ২ = ১২। এ ছাড়া পরিমাণ ও সময় সম্পর্কিত পৃথক দু’টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে, মান হবে ৮ ও ৪। উপাত্ত বিন্যাস ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা নিয়ে ২টি প্রশ্নের মধ্যে ১টির উত্তর লিখতে হবে, মান হবে ৮।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) নিজস্ব ওয়েবসাইটে (িি.িহধঢ়ব.মড়া.নফ) প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজনসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।

 

http://www.dailynayadiganta.com/detail/news/310544