১৩ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:২৪

রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের উদ্বেগ

রোহিঙ্গা ইস্যুতে প্রশংসা

বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ফোনালাপ বিষয়ে এক প্রশ্নের উত্তরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গত বুধবার রাতে এ কথা জানান। তিনি আরো জানান, জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণের প্রশংসা করেছেন। একই সঙ্গে আসন্ন বর্ষা মৌসুমে রোহিঙ্গা শিবিরগুলোতে কী পরিস্থিতি হয় তা নিয়ে জাতিসংঘ মহাসচিব আলোচনা করেন।

গত বুধবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের ফোনালাপ সম্পর্কে জানতে চান জাস্ট নিউজের সম্পাদক ও ২০০১-২০০৬ সাল মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী।

মহাসচিবের মুখপাত্রের কাছে তাঁর প্রশ্ন ছিল, ‘বাংলাদেশি গণমাধ্যমগুলো গত শুক্রবার জানিয়েছে, মহাসচিব বাংলাদেশে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন এবং তাঁরা রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন। বাংলাদেশে প্রধান বিরোধী দলের নেতা কারাগারে। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন। এমন পরিস্থিতিতে মহাসচিব কি বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা করেছেন?’
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমি মনে করি, আমরা বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতির সুযোগ বিষয়ে উদ্বেগ জানিয়েছি।’
মহাসচিবের মুখপাত্র বলেন, ‘মহাসচিব ফোন করেছিলেন এবং কথা বলেছেন। ফোনালাপে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেয়েছে। আমার ধারণা, জাতিসংঘ মহাসচিব লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণকে আবারও ধন্যবাদ দিয়েছেন।’
মুখপাত্র আরো বলেন, ‘বর্ষাকাল আসছে। আশ্রয় শিবিরগুলোর ব্যবস্থা পর্যাপ্ত নাও হতে পারে—এমন উদ্বেগ আছে। নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করছে।’

 

 

http://www.kalerkantho.com/print-edition/first-page/2018/04/13/624706