১ এপ্রিল ২০১৮, রবিবার, ১০:৩১

উন্নয়ন অন্বেষণের প্রতিবেদন

বিনিয়োগ স্থবিরতা দীর্ঘায়িত হওয়ার শঙ্কা

বেসরকারি খাতে বিনিয়োগের বর্তমান স্থবিরতা দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’। সংস্থাটির মাসিক প্রকাশনা ‘বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনা’ মার্চ ২০১৮-তে এ শঙ্কা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ক্রমবর্ধমান ঋণের স্থিতি ও ঋণ পরিশোধে সরকারি ব্যয় বৃদ্ধি দেশে উন্নয়ন কর্মসূচিতে বিনিয়োগ হ্রাস ও আন্তঃপ্রজন্ম ঋণের বোঝা বৃদ্ধি করছে। অভ্যন্তরীণ উৎস বিশেষ করে ব্যাপক হারে জাতীয় সঞ্চয়পত্র বিক্রির (চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে মোট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ৩৯ হাজার ১৬৯ কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ০৮ শতাংশ বেশি) মাধ্যমে সরকারের বাজেট ঘাটতি অর্থায়ন বেসরকারি খাতে বিনিয়োগযোগ্য অর্থের চাহিদার হ্রাস নির্দেশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে মোট অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের স্থিতি পূর্ববর্তী অর্থবছরের তুলনায় যথাক্রমে ১৫ দশমিক ১২ ও ৮ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। এদিকে চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে অভ্যন্তরীণ ঋণের স্থিতি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। অন্যদিকে নিট বৈদেশিক সাহায্যের প্রবৃদ্ধি ২০১৫-১৬ অর্থবছরের ১৭ দশমিক ৫৪ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০১৬-১৭ অর্থবছরে ২ দশমিক ১০ শতাংশ হয়েছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে মোট অভ্যন্তরীণ ঋণের স্থিতি ২০১৩-১৪ অর্থবছর থেকে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জিডিপির অনুপাতে অভ্যন্তরীণ ঋণের স্থিতি ২০১৩-১৪ অর্থবছরে ১৫.৪৫ শতাংশ ছিল, যা পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০১৪-১৫,
২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে যথাক্রমে ১৫.৫, ১৫.৭৮ ও ১৫.৮১ শতাংশ হয়।

https://www.jugantor.com/todays-paper/economics/33705