৩১ মার্চ ২০১৮, শনিবার, ৮:২৫

একের পর এক নৃশংসতা

একের পর এক নৃশংস ঘটনা। একটির রেশ না কাটতেই ঘটছে আরেকটি ঘটনা। কোনটি খুন, কোনটি ধর্ষণ বা অন্য কোনো অপরাধ। প্রতিটি ঘটনায় গা ছমছম করে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও এই নৃশংসতার শিকার।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের পর ধর্ষিতার পরিবার মামলা করলে দুর্বৃত্তরা ওই স্কুলছাত্রীকে হত্যা করে। গত ১৭ মার্চ সকালে শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওরে বিউটি আক্তার (১৫) নামের ওই স্কুলছাত্রীর লাশ পাওয়া যায়। ব্রাহ্মণডোরা গ্রামের সায়েদ আলীর মেয়ে বিউটিকে গত ২১ জানুয়ারি তুলে নিয়ে যায় একই গ্রামের মলাই মিয়ার ছেলে বাবুল মিয়া। অপহরণের পর বিউটিকে আটকে রেখে ধর্ষণের পর কৌশলে বাড়িতে রেখে পালিয়ে যায়। ঘটনার পর ধর্ষিতার পরিবারের সদস্যরা থানা পুলিশের কাছে ধরনা দিয়েছেন। কিন্তু পুলিশ তাদের মামলা গ্রহণ করেনি। পরে গত ১ মার্চ সায়েদ আলী বাদি হয়ে বাবুল ও তার মা ইউপি সদস্য কলম চাঁন বিবির বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলাটি ৪ মার্চ শায়েস্তাগঞ্জ থানায় পাঠায় আদালত। এ দিকে মামলা দায়েরের পর থেকেই বিউটির পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল বাবুল ও তার সাঙ্গোপাঙ্গরা। বাধ্য হয়ে সায়েদ আলী ১৬ মার্চ বিউটিকে লাখাই উপজেলার গুনিপুর গ্রামে নানার বাড়িতে পাঠিয়ে দেন। ওই রাতেই নানা বাড়ি থেকে অপহরণ করা হয় বিউটিকে। পরদিন হাওরের ভেতর থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ দিকে লাশ উদ্ধারের পরও বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বাবুলের প্রভাবশালী পরিবার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মেয়েকে আটক রেখে মাকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৩ মার্চ ভোরে উপজেলার হরিণা উত্তরপাড়ার বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষিতা ওই নারীর বয়স ২১ বছর। রূপগঞ্জের হরিণা উত্তরপাড়া এলাকায় বাবার বাসায় বসবাস করে আসছিলেন। গত ১৩ মার্চ ভোরে শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে মানিক নামের এক দুর্বৃত্ত ওই নারীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে মানিক ও তার দুই সঙ্গী একটি পরিত্যক্ত ঘরে আটকে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে।

নারায়ণগঞ্জে মৃত মায়ের সাথে তিন দিন কাটিয়েছে দেড় বছরের শিশু নাহিদ। গত ২৮ মার্চ বিকেলে ঘরের তালা ভেঙে শিশুটির মা রিমা আক্তারের লাশ উদ্ধার করা হয়। গত ২৫ মার্চ ঘরে তালা মেরে শিশুটির বাবা আল আমিন বাসা থেকে বের হয়ে যায়। পচা গন্ধ টের পেয়ে ২৮ মার্চ বিকেলে স্থানীয় লোকজন ফতুল্লার কোতালেরবাগ বৌবাজার এলাকার ওই বাসার দরজা ভেঙে ঢুকে লাশটি দেখতে পায়। এ সময় পাশে বসে শিশুটি আঙুল চুষছিল। এই দৃশ্য দেখে অনেকের গা শিউরে ওঠে। তিন দিন সে মৃত মায়ের সাথেই ছিল।

গত ৯ মার্চ চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আইসক্রিমের লোভ দেখিয়ে আট বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের পর হত্যা করেছে ইমন নামের এক যুবক। ইমনকে গ্রেফতারের পর সে অপকর্মের কথা স্বীকার করেছে। সে বলেছে ওই শিশুটি ঘটনা প্রকাশ করে দেয়ার কথা বললে তাকে পাথর দিয়ে মাথা থেতলে দেয়া হয়।
এভাবে একের পর এক নৃশংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতি বিরাজ করছে। নৃশংসতার হাত থেকে রেহাই মিলছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যেরও। আসামি ধরতে গিয়ে ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন থানার এসআই আসাদুজ্জামান আসাদ। ৭২ ঘণ্টা ধরে তিনি লাইফ সাপোর্টে আছেন। গত বুধবার তাকে ঢাকায় আনা হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
এ দিকে এসব নৃশংস ঘটনার ব্যাপারে একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, যেসব ঘটনা ঘটছে তার সাথে জড়িতরা গ্রেফতারও হচ্ছে। তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে।

http://www.dailynayadiganta.com/detail/news/306306