২৯ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ১০:২৬

জামালপুরে ব্রহ্মপুত্র এখন মরা খাল!

নাব্য ফিরিয়ে আনার দাবি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, বকসিগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ এবং জামালপুর পৌর শহর ঘেঁসে প্রবাহিত নদটি নাব্য সংকটে হারিয়ে ফেলেছে তার হাজার বছরের চিরচেনা ছন্দময়ী স্রোতধারা। নদ থাকলেও ডেজিংয়ের অভাবে ব্রহ্মপুত্র নদটি এখন মরা খালে পরিণত হয়েছে।

শীতকালে নদে পানি থাকত প্রচুর, এখন তা আর নেই। পানি থাকা তো দূরের কথা, ভরা বর্ষা মৌসুম পেরুতে না পেরুতেই নদে পানি-শূন্যতা দেখা দেয়। একসময় ব্রহ্মপুত্র নদকে ঘিরে হাজারও পরিবার জীবন-জীবিকা চালিয়ে আসছিল। শুষ্ক মৌসুমে নদীতে থাকত থৈ থৈ পানি। থাকত মায়াবিনী স্রোত। ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ ও ডলফিন। আর এখন এ নদটি সবকিছু হারিয়ে খালে পরিণত হয়েছে।

এক সময় জামালপুর জেলার ইসলামপুরের প্রধান যোগাযোগ মাধ্যম ছিল ব্রহ্মপুত্র নদ। এ নদে চলত বড় বড় পালতোলা নৌকা, লঞ্চ আর মালবাহী নৌকা দিয়ে এলাকার মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল পরিবহনসহ যাতায়াত করত। নদটি তার অস্তিত্বও হারিয়ে ফেলেছে। তাই জেলাবাসী অবিলম্বে ব্রহ্মপুত্র নদ খনন করে নাব্য ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, ‘জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ব্রহ্মপুত্র নদের উত্স স্থল থেকে শুরু করে নরসিংদী পর্যন্ত নদের ড্রেজিং করার একটি প্রস্তাবনা বিআইডব্লিওটিএ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অনুমোদন পেলে তারা ড্রেজিং শুরু করতে পারবে।’

 

http://www.ittefaq.com.bd/wholecountry/2018/03/29/152044.html