বুধবার চট্টগ্রামে দুদকের গণশুনানিতে পিডিবি কর্মকর্তাদের হয়রানির প্রতিকার চেয়ে কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদের পা ধরে কান্নায় ভেঙে পড়েন চকরিয়ার ভুক্তভোগী গ্রাহক মিন্টু
২৯ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ১০:২৩

কমিশনারের পা ধরে কাঁদলেন পিডিবির ভুক্তভোগী গ্রাহক

বিদ্যুৎ বিলে গরমিল, মিটার পেতে দীর্ঘসূত্রতা, ট্রান্সফরমার সংস্কারে অনিয়ম ও গাড়ি সংকটের নামে পিডিবি কর্মচারীদের উৎকোচ গ্রহণসহ বিভিন্ন অভিযোগ শুনলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। হয়রানির প্রতিকার চেয়ে হাজি মো. মনছুর আলম মিন্টু নামের চকরিয়ার এক গ্রাহক একপর্যায়ে দুদক কমিশনারের পা ধরে ফেলেন। নগরীর নিউমুরিং এলাকার আবু বকর নামের আরেক গ্রাহক অভিযোগ করেন, মিটার রিডিংয়ের সঙ্গে বিলের গরমিলের সমাধান চাইলে পিডিবির মিটার রিডার ওমর ফারুক তাকে চারতলা থেকে লাফ দিয়ে 'আত্মহত্যা' করতে বলেন। সাধারণ মানুষের এমন অভিযোগ শুনে পিডিবির প্রধান প্রকৌশলীকে দায়ীদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুদক কমিশনার। গতকাল বুধবার সকালে নগরীর আগ্রাবাদে অবস্থিত পিডিবি চট্টগ্রামের প্রধান কার্যালয়ে দুদকের গণশুনানিতে এসব অভিযোগ করেছেন ৩৮ জন গ্রাহক।

হয়রানির কথা বলতে গিয়ে প্রকাশ্য গণশুনানিতে অঝোর ধারায় কেঁদেছেন চকরিয়ার ছৈয়দ আলমের ছেলে মনছুর আলম মিন্টু। তার অভিযোগ, দুই মিটার দেওয়ার কথা বলে তার বাবা ছৈয়দ আলমের কাছ থেকে এক লাখ ৬০ হাজার টাকা গ্রহণ করেন চকরিয়ার তিন পিডিবি কর্মকর্তা-কর্মচারী। এখন তারা আবার ৫০ হাজার টাকা দাবি করছেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গলা ধাক্কা দিয়ে তাকে অফিস থেকে বের করে দেন চকরিয়া বিদ্যুৎ অফিসের কর্মচারী দেব আনন্দ দত্ত, সহকারী প্রকৌশলী মাজহারুল আলম ও আবাসিক প্রকৌশলী ফয়জুল আলিম আলো। এ জন্য গত ১১ মার্চ এই তিনজনকে আসামি করে ছৈয়দ আলম মামলা করেছেন বলেও জানান দুদক কমিশনারকে।

গণশুনানিতে নিউমুরিং এলাকার আবু বকর বলেন, 'মনগড়া বিল সম্পর্কে অভিযোগ করলে মিটার রিডার আমাকে চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে বললেন। এতে অত্যন্ত খারাপ লেগেছে আমার।'এই বিষয়ে দুদক কমিশনারের কাছে বিচার প্রার্থনা করেন গ্র্রাহক আবু বকর।

শুধু নিউমুরিং এলাকার আবু বকর নন, আগ্রাবাদের আবুল বাশারের মিটার রিডিংয়ের সঙ্গে বিদ্যুৎ বিলের পাঁচ হাজার ইউনিটের অমিল, কালুরঘাট শিল্প এলাকার সিরাজুল ইসলামের মিটারেরও একই অবস্থা। এভাবে মোট ৩৮ গ্রাহকের বিলের গরমিলের অভিযোগ শুনানিতে উত্থাপিত হয়।

http://samakal.com/todays-print-edition/tp-last-page/article/18035952