২৮ মার্চ ২০১৮, বুধবার, ১০:৩৬

সড়কে মৃত্যুর মিছিল নিহত১৭ : আহত১১

চট্টগ্রামের হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। এ ছাড়া গাজীপুর, খুলনার পাইকগাছা, মানিকগঞ্জ ও সিংগাইর, কুমিল্লার চৌদ্দগ্রাম, সাভারের ধামরাই, চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরো ১৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুুই শিশু, কিশোর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বনসংরক্ষণ কর্মকর্তা রয়েছেন।
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম মহানগর বায়জিদ থানার বালুছড়া এলাকায় হাটহাজারী সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি আটোরিকশার যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সিএনজি ড্রাইভার ও অপর এক যাত্রী। গত সোমবার রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ নগরীর ফটিকছড়ি উপজেলার এমইএস কলেজের ছাত্র মো: হায়দার চৌধুরী রাকিব (২৩), তার মামাতো ভাই একই উপজেলার ধর্মপুর হাবিলাস বাড়ির মরহুম ইউনুচের ছেলে মো: জাসেদ হোসেন (২৬) ও নানুট সিকদার (২৬), রাউজান হলুদিয়ার ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সিকদার বাড়ির প্রবাসী আবু আহমদ সিকদারের বড় ছেলে মো: সোহেল সিকদার (২৭)।
এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাকাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ট্রাকচালক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধুরুং গ্রামের মৃত গোলাম মাহমুদের ছেলে নাছির উদ্দিন (৫৫) ও হেলপার একই জেলার চকরিয়া থানার সিকান্দার পাড়ার দুদু মিয়ার ছেলে আব্দুল হামিদ (২৫)।

জানা গেছে, গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাকাটিয়া রাস্তার মাথায় ঢাকাগামী জেনারেটর বোঝাই একটি দাঁড়ানো ট্রাককে পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক ধাক্কা দিলে পেছনের গাড়ির চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
চৌদ্দগ্রাম থানার এসআই দেয়ান জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে আঞ্চলিক মহাসড়কের তেলিগ্রাম এলাকায় গতকাল সকালে স্বামীর চালিত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৌসুমী নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হয়েছেন। এতে গুরুত্বর আহত হয়েছেন তার স্বামী মোবারক আলী। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মির্জাপুর গ্রামে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ধামরাইয়ের কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক মহাসড়কের তেলিগ্রাম ব্রিজের কাছে ইটের ভাটার মাটি সড়কে থাকায় বৃষ্টির পানিতে সড়ক বেশ পিচ্ছিল হয়। গতকাল সকালে মোবারক আলী তার কলেজ পড়–য়া স্ত্রীকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। ওই স্থানে ইটভাটার পিচ্ছিল কাদা মাটিতে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মৌসুমীর মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথার খুলিসহ মগজ বেরিয়ে গেলে সে ঘটনাস্থলেই নিহত হন। স্বামী মোবারক আলীও গুরুত্ব আহত হন। সংবাদ পেয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, একই এলাকায় রাত ২টায় হানিফ পরিবহনের বাসও পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মো: হোসেন (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত হোসেন উখিয়া কুতুপালং এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে। গতকাল সকালে মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে বেশ কয়েকজন শ্রমিক একটি ট্রলিতে মিক্সার মেশিন নিয়ে গাছবাড়িয়া যাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস একই দিকে যাওয়ার সময় ট্রলির সাথে ধাক্কা লাগলে ট্রলিটি পাশের খাদে পড়ে যায়। এতে সে নিহত হয়। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক আহত হলেও তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি। বাস ও ট্রলিটি থানায় জব্দ করা হয়েছে।
মানিকগঞ্জ সংবাদদাতা জানান, মানিকগঞ্জে হ্যালোবাইকের চাপায় দুই দিনের ব্যবধানে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক রাশেদুল ইসলাম খান। গতকাল দুপুরে মানিকগঞ্জ পৌর সাভার পশ্চিম দাশড়া এলাকায় সোয়াইব (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সোয়াইব স্থানীয় তিতুমীর অ্যাকাডেমিতে প্লে শ্রেণীতে পড়ত। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তার মা মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিনিয়র নার্স। নিহত সোয়াইবের পরিবার মানিকগঞ্জ পৌর এলাকার কালিখোলা এলাকায় বাসায় ভাড়া থাকত। সোয়াইবের খালা জানান, স্কুল শেষে সোয়াইবকে তার বাসায় নিয়ে যাচ্ছিলাম। পেছন থেকে একটি হ্যালোবাইক সোয়াইবকে চাপা দেয়। এ দিকে গতকাল সকালে প্রাতঃভ্রমণ শেষে দাশড়া বাড়ি ফেরার পথে বেউথা বেপরোয়া ট্রলির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক রাশেদুল ইসলাম খান।

এ দিকে দুই দিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যুতে আতঙ্কে ও ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।
গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুরে দুই গাড়ির চাপায় বাসের এক চালক নিহত হয়েছেন। তার নাম লিটন (৩৫)। তিনি ঢাকার কেরানীগঞ্জের টেগুরা এলাকায় আব্দুল মালেকের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ জানান, গাজীপুর-সায়েদাবাদ রুটের ছালছাবিল পরিবহনের একটি বাস চালাতো লিটন। গত সোমবার রাত ২টায় ঢাকা বাইপাস সড়কের পাশে গাজীপুরের নাওজোর এলাকার মাহবুব ফিলিং স্টেশনের কাছে বাসটি পার্কিং করে সামনের কাচ পরিষ্কার করছিলেন লিটন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লিটনসহ ওই বাসের সামনে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির মধ্যে চাপা পড়ে লিটন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় বাবু (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় ফয়সাল নামে আরো এক কিশোর গুরুতর আহত হয়। নিহত বাবু উপজেলার শ্যামনগর গ্রামের হতদরিদ্র সাঈদ মোল্লার ছেলে। জানা যায়, গত সোমবার সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেলে কপিলমুনির আগড়ঘাটা বাজারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে যাচ্ছিল। পথে ফজলু মিস্ত্রির বাড়ির কাছে আমতলা নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই নসিমনে ধাক্কা দেয়। এতে বাবুর কান ও মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলচালক ফয়সালও গুরুতর আহত হয়।

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, সিংগাইরে গতকাল দুপুরে ট্রাকের চাপায় উপসহকারী উদ্ভিদ সংরক্ষরণ কর্মকর্তা এস এম কুদ্দুসুর রহমান (৫৮) নিহত হয়েছেন। নিহত কুদ্দুসুর রহমান উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
জানা যায়, গতকাল দুপুরে মোটরসাইকেলে তার কর্মস্থল সিংগাইর উপজেলা কৃষি অফিসে যাচ্ছিলেন। পথে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের কিংটিংচর ব্রিজের পূর্বপাশে বিপরীত দিকে থেকে ছেড়ে আসা অজ্ঞাত ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বরিশাল ব্যুরো জানায়, পৃথক সড়ক দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত ও তার স্বামী আব্দুল আজিজকে (৬৫) গুরুত্বর অবস্থায় বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা উভয়ই জেলার বাবুগঞ্জ উপজেলার সাতমাইল এলাকার বাসিন্দা। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়ে শেবাচিমে চিকিৎসাধীন ফারুক হাওলাদার (২৬) নামে এক যুবক মারা গেছেন।

জানা গেছে, গত সোমবার রাত ৮টায় ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইল এলাকায় পথচারী আনোয়ারা বেগম ও তার স্বামী আব্দুল আজিজকে বেপরোয়াগতির একটি পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম নিহত ও তার স্বামী আব্দুল আজিজ গুরুতর আহত হন।
অপর দিকে টানা ১০ দিন মৃত্যুর সাথে লড়ে শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ফারুক হাওলাদার মঙ্গলবার সকালে মারা গেছেন। তিনি উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার আয়নাল হাওলাদারের ছেলে। গত ১৭ মার্চ বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশিপুর এলাকায় যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত ও ফারুক গুরুতর আহত হন।

শরীয়তপুর সংবাদদাতা জানান, মেয়ের জন্য ওষুধ আনতে গিয়ে গাড়ি চাপায় নাসিমা নামে এক প্রসূতি মা নিহত হয়েছেন। এ ঘটনার পর পুরো হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বিকেল ৫টায় শরীয়তপুর সদর হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে চরপাতাং গ্রামের সিরাজ খার মেয়ে শিখার সন্তান প্রসবের জন্য স্ত্রী নাসিমা বেগম গতকাল সকালে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। দুপুর ১২টায় অস্ত্রোপচারের মাধ্যমে শিখা কন্যাসন্তান প্রসব করেন। মেয়ের জরুরি ওষুধ প্রয়োজন হওয়ায় শিখার মা নাসিমা বেগম ওষুধ কিনতে হাসপাতালের সামনে ফার্মেসিতে যান। নাসিমা ওষুধ নিয়ে রোড পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমন নাসিমাকে ধাক্কা দেয়। নাসিমা মাটিতে পড়ে গেলে গাড়ির চাকায় নাসিমার মাথা পিষ্টে যায়। এ সময় পাশের ব্যবসায়ীরা নাসিমাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক গাড়ি ও চালককে স্থানীয় জনতা আটকে পুলিশের কাছে সোপর্দ করে।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট বোঝাই ট্রলিতে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
গত রোববার সকাল ৯টায় উপজেলার ডাঙ্গীবাজারের পাশে নহনা নদীর ব্রিজে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সফির উদ্দীন (৪০)। তিনি উপজেলা চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। সে লাহিড়ী বাজারের কাঠের তৈরি আসবাবপত্র বিক্রেতা।

 

http://www.dailynayadiganta.com/detail/news/305502