২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ১০:০২

কর্মস্থলে এক বছরে ১৩০ পুলিশ সদস্য নিহত

কর্মস্থলে গত এক বছরে ১৩০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এর মধ্যে কেউ কেউ রয়েছেন যারা অপারেশনে গিয়ে উগ্রবাদী ও সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য বলেছেন, কর্মস্থল তাদের জন্য অনেকটা অনিরাপদ হয়ে উঠছে।

রাজধানীর মিরপুরের মধ্যপীরেরবাগে অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ডিবি পুলিশের ইন্সপেক্টর জালাল উদ্দিন (৪৭)। গত ১৯ মার্চ মধ্য রাতে ডিবি পুলিশের একটি টিম মধ্যপীরেরবাগের ১০৫/এ/১ বাড়িতে অস্ত্র উদ্ধারে গেলে তারা সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় হয়। সন্ত্রাসীরা পুলিশ ইন্সপেক্টর জালাল উদ্দিনকে হত্যা করে নির্বিঘেœ পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, ওই সব সন্ত্রাসী দীর্ঘ দিন ধরে ওই এলাকায়ই বসবাস করে আসছিল। সম্প্রতি ওই এলাকায়ই পুলিশের দুই সার্জেন্টের আগ্নেয়াস্ত্র চুরি যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সেই সূত্র ধরেই ওই অভিযান চালানো হচ্ছিল বলে পুলিশ সূত্র বলেছে। যে ভবনটিতে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য গিয়েছিল সেই ভবনের মালিক হেলাল উদ্দিন ৭-৮ বছর আগে রাজধানীর কাঁঠালবাগান ঢালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। জালাল হত্যার পর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক অভিযান শুরু করলেও সন্ত্রাসীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের ষোলশহরে চেকপোস্টে দায়িত্ব পালনকালে আবদুল মালেক নামে এক পুলিশ সদস্য আহত হন। চেকপোস্টে দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, এভাবে কর্মস্থলে পুলিশ সদস্যদের ওপর হামলায় হতাহতের ঘটনা ঘটছে। অনেকে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনাসহ নানা দুর্ঘটনায়ও নিহত হচ্ছেন।
পুলিশ সদর দফতর জানায়, গত এক বছরে দায়িত্ব পালনকালে নিহত ১৩০ জন পুলিশ সদস্যের মধ্যে গত বছরের জানুয়ারিতে ১৪ জন, ফেব্রুয়ারিতে ১৩ জন, মার্চে ১১ জন, এপ্রিলে ১০ জন, মে মাসে ১১ জন, জুনে ৮ জন, জুলাইয়ে ১১ জন, আগস্টে ১৬ জন, সেপ্টেম্বরে ৬ জন, অক্টোবরে ১৩ জন, নভেম্বরে ১২ জন ও ডিসেম্বরে নিহত হয়েছেন ৫ জন। গত এক বছরে ৫৪৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বিভিন্ন ঘটনায়। চলতি বছরের জানুয়ারি মাসে পুলিশ এসল্টের ঘটনা ঘটেছে ৫১টি। ফেব্রুয়ারি মাসে ৬৮টি।

এর আগে রাজধানীর গুলশান, কিশোরগঞ্জ ও সিলেটসহ বিভিন্ন স্থানে উগ্রবাদীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন। উগ্রবাদীরা কোথাও কোথাও সরাসরি আক্রমণ করেছে আবার কোথাও কোথাও আত্মঘাতী হামলার ঘটনাও ঘটিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য বলেছেন, কর্মস্থল তাদের জন্য ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছেন। এ দিকে অনেক ঘটনায় জড়িতরা গ্রেফতার হচ্ছে না। এমনও অভিযোগ রয়েছে পুলিশ সদস্য হত্যার ঘটনা সঠিকভাবে তদন্তও হয় না।

http://www.dailynayadiganta.com/detail/news/303917