২১ মার্চ ২০১৮, বুধবার, ১০:১৯

শুল্ক নয় মাশুল আদায়

আখাউড়া সীমান্ত পথে ৫৫৬ টন স্টিল পাইপ গেল ত্রিপুরায়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ও আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ প্রকল্পের জন্য এবার স্টিল পাইপ পরিবহন করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রথম চালান ৫৫৬ টন ভারতীয় স্টিল পাইপ পরিবহন করা হয়। টনপ্রতি ১৯২ টাকা ২২ পয়সা হারে ওই স্টিল পাইপ থেকে সরকার মাশুল পেয়েছে এক লাখ সাত হাজার টাকা। এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ আশুগঞ্জ পরিদর্শক মো. শাহ আলম। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ১৯৭২ সালের নৌ প্রটোকলের চুক্তির আওতায় বিভিন্ন সময়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মালামাল নিচ্ছে ভারত। ট্রানশিপমেন্ট চুক্তির আওতায় কোনো ধরনের শুল্ক ছাড়াই শুধু প্রয়োজনীয় মাশুল দিয়ে আশুগঞ্জ নৌপথ ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে আগেও দফায় দফায় মালামাল পরিবহন করেছে ভারত।

https://www.jugantor.com/todays-paper/news/29876