১৫ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৪

অধ্যাপক মুজিবুরসহ ৯ নেতা রিমান্ড শেষে কারাগারে

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও জামায়াতের সাবেক সংসদীয় দলের উপনেতা অধ্যাপক মুজিবুর রহমানসহ সংগঠনটির নয়জন নেতার এক দিন করে রিমান্ড শেষে গতকাল দুপুরে তাদের আদালতে নেয়া হয়। পরে বিচারক তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মাহাবুবুর রহমান তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কারাগারে পাঠানো এই নয়জন নেতা হলেনÑ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান, সংগঠনটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর সেক্রেটারি অধ্যক্ষ সিদ্দিক হোসেন, রাজশাহী পশ্চিম জেলা আমির আব্দুল খালেক (৫৫), রাজশাহী পূর্ব জেলা আমির রেজাউর রহমান (৭০), চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির আবুজার গিফারী, জামায়াতের রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম (৬৪), রাজশাহী পূর্ব জেলা নায়েবে আমির অধ্যাপক মইনুল হোসেন (৫২), জামায়াত নেতা মাওলানা মুজিবর রহমান ও তৈয়ব আলী (২৮)।
এর আগে গত সোমবার সকাল ৯টায় নগরীর হেতেম খাঁ ছোট মসজিদ এলাকায় অবস্থিত স্থানীয় জামায়াত নেতা মাওলানা মুজিবর রহমানের বাসা থেকে জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ সংগঠনটির ১০ নেতাকে আটক করে পুলিশ। এর মধ্যে বাসার মালিক জামায়াত নেতা মাওলানা মুজিবর রহমানও রয়েছেন। পরে বিশেষ ক্ষমতা আইনে থানায় দায়ের করা মামলায় আটক জামায়াত নেতাদের গ্রেফতার দেখানো হয়। নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নাসির হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গ্রেফতার জামায়াত নেতৃবৃন্দসহ ২৩ জনের নাম উল্লেখসহ অন্তত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়।
বিশেষ মতা আইনে দায়ের করা এ মামলায় অভিযোগ আনা হয়Ñ নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে এই ১০ জামায়াত নেতা গোপনে বৈঠক করছিলেন।
জামায়াত নেতাদের আইনজীবীরা জানান, গত সোমবার আদালতে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর আমির প্রফেসর ড. এম আবুল হাশেম ছাড়া অপর নয়জন নেতার প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। তবে ওই দিন আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। শুনানি হলে আদালত তাদের প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

http://www.dailynayadiganta.com/detail/news/301868