১৫ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪০

বাংলাদেশী শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় যাওয়া প্রায় অর্ধশত শরণার্থীকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে অস্ট্রেলিয়া গিয়ে কয়েক বছর ধরে ভোগান্তি ও হয়রানির শিকার এই শরণার্থীদের কয়েকজনকে ইতোমধ্যে দেশে পাঠিয়েছে অস্ট্রেলিয়া সরকার। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অস্ট্রেলিয়া ফেরত বাংলাদেশী শরণার্থীদের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আরমান হোসেন ও নবীর হোসেন। তারা বলেন, পাপুয়া নিউগিনিতে অস্ট্রেলিয়ার অভিবাসী হিসেবে বাংলাদেশীরা রয়েছেন। তাদের ট্রাভেল পাস না দিয়ে অভিবাসী হিসেবে স্থায়ী করতে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

লিখিত বক্তব্যে বলা হয়, গত পাঁচ বছর আগে বাংলাদেশ থেকে দালালের খপ্পরে পড়ে অস্ট্রেলিয়া যাওয়ার উদ্দেশে অর্ধশতাধিক নাগরিক নদী পথে মালয়েশিয়ায় রওনা দেন। মাছের বোটে প্রথমে ইন্দোনেশিয়া, পরে সুরাবাহা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে পাঠানো হয়। অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে পৌঁছলে অস্ট্রেলিয়ান নেভি তাদের আটক করে মানস দ্বীপে সাড়ে চার বছর ডিটেনশন সেন্টারে রাখে। বিদেশে এভাবে নানা ভোগান্তির শিকার হন তারা। তাদের সাথে অন্য দেশের অভিবাসী থাকলেও শুধু বাংলাদেশীদের মধ্য থেকে সম্প্রতি ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হয়। পাঁচ বছর জেল খেটে তাদের দেশে ফিরতে হয়েছে। কিন্তু সরকারের কোনো সহযোগিতা পাননি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা। এ অবস্থায় বাকিদেরও ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এ সময় অস্ট্রেলিয়া ফেরত আরমান হোসেন ও নবীর হোসেন সরকারের সহযোগিতা কামনা করেন।

 

http://www.dailynayadiganta.com/detail/news/301927