১০ মার্চ ২০১৮, শনিবার, ১০:০৩

জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র প্রকল্প পরামর্শকদের পেছনে ৬৬.১০ কোটি টাকা

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের বেশির ভাগ ব্যয়ের একটি বড় অংশ যাচ্ছে পরামর্শক খাতে। তবে এটা বেশির ভাগই হচ্ছে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে। সঠিক, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন পরিসংখ্যান প্রণয়নের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র (এনএসডিএস) প্রকল্প প্রস্তাব করেছে। ১৪৪ কোটি টাকার প্রকল্পে ৪৫ দশমিক ৯০ শতাংশ টাকাই যাবে পরামর্শকদের পেছনে। এই প্রকল্পের বেশি কিছু খাতের ব্যয়ের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছে খোদ পরিকল্পনা কমিশন।

প্রকল্প প্রস্তাবনা থেকে জানা গেছে, সঠিক, নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন পরিসংখ্যান প্রণয়নের জন্য জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র (এনএসডিএস) প্রকল্প নেয়া হচ্ছে। যার উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে, দ্রুততম সময়ে তথ্যসংগ্রহ, সঙ্কলন, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণের মাধ্যমে যথাসময়ে তথ্য বা রিপোর্ট প্রকাশের লক্ষ্যে তথ্য সংগ্রহ থেকে রিপোর্ট প্রকাশ পর্যন্ত সামগ্রিক প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা। পরিসংখ্যান প্রস্তুতের জন্য জরিপের পরিবর্তে প্রশাসনিক উৎস থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা। এ জন্য মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা।

আইডিএ, বিশ^ব্যাংকের আর্থিক সহায়তায় এই প্রকল্পটি বাস্তবায়ন করার কথা। বিশ^ব্যাপী এনএসডিএস প্রণয়নের মূল উদ্যোক্তা বিশ^ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থা। ইতোমধ্যে বিশে^র প্রায় ১০৪টি স্বল্পোন্নত, নি¤œ এবং নি¤œমাধ্যম আয়ের দেশের মধ্যে ৮৮টি দেশ এই এনএসডিএস প্রস্তুত ও বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রধান প্রধান (কোর) জরিপসহ অন্যান্য পরিসংখ্যানগত কার্যক্রমের পরিচালনা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক যুগোপযোগী করা হবে। এ ছাড়া একটি কমপ্রিহেন্সিভ তথ্য প্রযুক্তি পরিকল্পনা করা। পাশাপাশি দক্ষজনবল তৈরি করা হবে।
পরিকল্পনা কমিশন প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, জনবলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের জনবল কমিটির কোনো সুপারিশ এখানে সংযুক্ত করা হয়নি। অথচ জনবল খাতে অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটিতে পরামর্শক খাতে ৬৬ কোটি ১০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা কতটা যৌক্তিক বলে মূল্যায়ণ কমিটি থেকে প্রশ্ন তোলা হয়েছে। সাড়ে ১০ কোটি টাকা যাবে এন্টারটেইনমেন্ট খাতে।

http://www.dailynayadiganta.com/detail/news/300443