২ মার্চ ২০১৮, শুক্রবার, ১০:১২

এশিয়ায় সবচেয়ে খারাপ সড়কের তালিকায় বাংলাদেশ দ্বিতীয়

উন্নত সড়ক ব্যবস্থার দিক দিয়ে এশিয়ার দেশগুলোর তালিকায় সবচেয়ে নিচে রয়েছে নেপাল। নেপালের আগে রয়েছে বাংলাদেশের নাম অর্থাৎ এশিয়ায় সবচেয়ে খারাপ সড়কের তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

জেনেভাভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশিত বিশ্বের উন্নত সড়ক ব্যবস্থার তালিকায় এ তথ্য তুলে ধরা হয়েছে। ২০১৬-১৭ সালে বিশ্বের ১৩৮টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৩তম। গেøাবাল কম্পিটিটিভনেস রিপোর্ট নামে সম্প্রতি প্রকাশ করা হয়েছে এ তালিকা।
প্রতিবেদনে বিশ্বের ১৩৮টি দেশের সার্বিক কম্পিটিটিভনেসের যে তালিকা দেয়া হয়েছে, তাতে বাংলাদেশের অবস্থান ১০৬তম।
বিশ্বের সবচেয়ে উন্নত সড়ক ব্যবস্থা নিয়ে তালিকায় প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, দ্বিতীয় সিঙ্গাপুর, তৃতীয় হংকং। এ তিনটি দেশই এশিয়ার। চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের নেদারল্যান্ড এবং পঞ্চম স্থানে এশিয়ার আরেক দেশ জাপান। বিশ্ব তালিকায় এশিয়ার অন্যান্য কয়েকটি দেশের মধ্যে তাইওয়ান ১১, দণি কোরিয়া ১৪, ওমান ১৯, মালয়েশিয়া ২০, চীন ৩৯, শ্রীলঙ্কা ৪৩, ভারত ৫১, থাইল্যান্ড ৬০, ইন্দোনেশিয়া ৭৫, পাকিস্তান ৭৭, ভুটান ৮০তম স্থানে রয়েছে। বিশ্ব তালিকায় ভুটানের নামও বাংলাদেশের অনেক আগে রয়েছে। তালিকায় ১৩৮তম তথা সর্বনিম্নে রয়েছে মাদাগাসকারের নাম।
বিশ্ব তালিকায় এশিয়ার আরো যেসব দেশ বাংলাদেশের আগে রয়েছে সেগুলো হলো ভিয়েতনাম ৮৯, লাওস ৯১, কম্বোডিয়া ৯৩, ফিলিপাইন ১০৬ ও মঙ্গোলিয়া ১০৯তম অবস্থান। দণি এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক যোগাযোগে সবার ওপরে নাম রয়েছে শ্রীলঙ্কার।
অন্য দিকে গেøাবাল কম্পিটিটিভনেস ইনডেক্স ২০১৬-১৭-এ প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড, দ্বিতীয় সিঙ্গাপুর, তৃতীয় সংযুক্ত আরব আমিরাত, চতুর্থ নেদারল্যান্ড ও পঞ্চম জার্মানি।
তালিকায় ভারত ৩৯, শ্রীলঙ্কা ৭১, ভুটান ৯৭, নেপাল ৯৮, বাংলাদেশ ১০৬ ও পাকিস্তান ১২২তম। তালিকায় সর্বনিম্নে তথা ১৩৮তম স্থানে রয়েছে ইয়েমেনের নাম।
গেøাবাল কম্পিটিটিভনেস ইনডেক্স তৈরিতে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে, তার মধ্যে আছে সংশ্লিষ্ট দেশের প্রতিষ্ঠান, অবকাঠামো, সামষ্টিক অর্থনীতি পরিবেশ, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা প্রভৃতি খাতে উন্নয়ন।
প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত সড়ক যোগাযোগ একটি দেশের উৎপাদন, অগ্রগতি ও নিরাপত্তার নির্দেশক। অন্য দিকে খারাপ সড়ক অনিরাপত্তাসহ বিভিন্ন বিপর্যয়ের কারণ। ২০১১ সালে বিশ্বে মৃত্যুর হারে দশম স্থানে ছিল সড়ক দুর্ঘটনা। প্রতিবেদন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অব্যাহত থাকলে এটি বিশ্বের মৃত্যুর ১ নম্বর কারণ হয়ে দাঁড়াতে পারে।

http://www.dailynayadiganta.com/detail/news/298202