২৬ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ১১:২২

স্বপ্নহীন অন্ধকারে রোহিঙ্গা জীবন

ভয়াবহ নৃশংসতা শুরুর ছয় মাস অতিবাহিত

 তাদের ঘরগুলো প্রায়ই প্লাস্টিকের শিটে তৈরি। তাদের খাবারের অনেকাংশই আসে দাতা সংস্থাগুলোর কাছ থেকে। কাজ নেই বললেই চলে, বেদনাদায়ক হলেও কিছুই করতে পারছে না। দুঃস্বপ্ন বয়ে বেড়াতে হচ্ছে বিরামহীন। ভয়াবহ নৃশংসতা শুরুর ছয় মাস পেরিয়ে গেছে গতকাল। স্বপ্নহীন অন্ধকারে ঘুরপাক খাচ্ছে তাদের জীবন। যে রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমার ছেড়ে পালিয়েছেন, তারা এখন সান্ত¡না খুঁজছেন। কেউ আমাদের খুন করতে আসছে না, এটা সত্যি’- বলেন মোহাম্মদ আমানুল্লাহ। গত বছর রাখাইনে তার গ্রাম গুঁড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। পরে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে দেশটির নিরাপত্তাবাহিনীর বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা; এতে অন্তত ১৪ জন নিহত হয়। হামলার কয়েক ঘণ্টা পরই রোহিঙ্গা গ্রামগুলোতে ব্যাপক হত্যাকাÐ, লুটপাট ও রক্তাক্ত অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় উগ্রপন্থী বৌদ্ধরা। এসময় হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী ও তরুণীদের ধর্ষণ, ঘর-বাড়ি ও সব গ্রাম জ্বালিয়ে দেয়া হয়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইথআউট বর্ডারস বলছে, সহিংসতা শুরুর প্রথম মাসেই অন্তত ৬ হাজার ৭০ রোহিঙ্গা খুন হয়েছেন। এদের মধ্যে ৭৩০ শিশু রয়েছে; যাদের বয়স পাঁচ বছরের নিচে। নিপীড়নে বেঁচে যাওয়া রোহিঙ্গাদের ঢল শুরু হয় বাংলাদেশের পথে। ছয় মাস পর রোহিঙ্গাদের নিজ বাড়িতে ফেরার সামান্য আলামত দেখা যাচ্ছে। যেকোনো সময় তারা ফিরে যেতে পারেন। নিরাপদে, নিরাপত্তায় ও মর্যাাদার সঙ্গে রোহিঙ্গাদের ধারাবাহিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে মিয়ানমার ও বাংলাদেশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। কিন্তু এই প্রক্রিয়াটি স্বচ্ছ নয় এবং ঝুঁকি এখনো রয়ে গেছে। স্যাটেলাইটে ধারণকৃত রাখাইনের নতুন ছবিতে দেখা যাচ্ছে, রোহিঙ্গাদের গ্রাম ও বাড়ি-ঘরে বুলডোজার চালিয়ে মাটিতে মিশিয়ে দেয়া হচ্ছে। রোহিঙ্গাদের জীবন-যাপনের অতীত সব আলামত মুছে ফেলা হচ্ছে। গত আগস্টের পর থেকে মিয়ানমার থেকে প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়েছে। আরো অনেক রোহিঙ্গা এখনো পালাচ্ছেন। সীমান্তে অনেকে অপেক্ষা করছেন। আমানুল্লাহর প্রশ্ন, ‘তারা যদি আমাদের ফেরত পাঠাতে রাজি হয়, তাহলে ঠিক আছে, তবে এটা কি সহজ?’ তিনি বলেন, ‘আমাদের অবশ্যই মিয়ানমারের নাগরিকত্ব দিতে হবে। সেটা আমাদের বাড়ি। নাগরিকত্ব দেয়া না হলে তারা আবারো আমাদের ওপর নিপীড়ন চালাবে। তারা আমাদের আবারো হত্যা করবে।’ বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার সেদেশের জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে স্বীকার করে না রোহিঙ্গাদের। দশকের পর দশক ধরে তারা দেশটিতে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়ে আসছে। এপি।

https://www.dailyinqilab.com/article/119018