২৬ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ১১:১০

সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : মার্শা বার্নিকাট

সব দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। দেশটি আশা করে, এ নির্বাচনে সব দলকে অংশগ্রহণ করতে দেয়া হবে।
গতকাল পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন। গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতা, সংগঠন ও সমাবেশ করার অধিকার প্রয়োজন। এটি শুধু নির্বাচনের দিন নয়, এটি সব সময়ের জন্য প্রয়োজন, যা হবে সহিংসতামুক্ত। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রæতিবদ্ধ।

চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচন করবে নাÑ দলটির এমন অবস্থানের ব্যাপারে বার্নিকাট বলেন, বাংলাদেশে অতীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভবিষ্যতেও যাতে অবাধ ও সুষ্ঠু হয়Ñ তা নিশ্চিত করতে বাংলাদেশের মানুষের দায়িত্ব তাতে অংশ নেয়া। আমাদের আশা সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে।

http://www.dailynayadiganta.com/detail/news/297071