২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৯:৫৭

আদা-রসুনের দাম কমেনি সব ধরনের মাছের দাম বৃদ্ধি

রাজধানীর কাঁচা বাজারে সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে মাছের দাম। সেই সাথে বৃদ্ধি পাওয়া আদা-রসুনের দাম কমেনি। চালের বাজার রয়েছে চড়া। সবজির মধ্যে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শশা।
গতকাল শুক্রবার রাজধানীর কাঁচা বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, অধিকাংশ সবজির দাম কমেছে। লেবুর হালি ৪০-৫০ টাকা এবং শশা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। এদিকে মাছ ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় সব জাতের মাছের দামই কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

গতকালের মাছের বাজারে দেখা গেছে, প্রতি কেজি রুই মাছ ২৩০-২৮০, কাতল ২২০-২৫০ টাকা, পাঙ্গাশ ১২০ থেকে ১৫০, সিলভারকার্প ১৫০, তেলাপিয়া ১৮০, শিং ও মাগুর মাছ বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকা দরে।
এক বিক্রেতা জানান, বাজারে দেশি মাছের চাহিদা বেশি, তাই এর দামও একটু বেশি। প্রতি কেজি টেংরা বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪৫০ টাকা, বাটা মাছ কেজিপ্রতি ৩২০ থেকে ৪০০ টাকা। এছাড়া সাগরের মাছের মধ্যে ৭০০ থেকে ৮০০ গ্রাম সাইজের প্রতি কেজি ইলিশ ৮০০ টাকা, কোরাল প্রতি কেজি ৪০০-৫০০, রূপচান্দা আকারভেদে ৫৫০ থেকে ৭০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

এদিকে কাচাঁবাজারে দেখা যায়, পেঁয়াজ ও কাঁচামরিচের পাশাপাশি বেগুন, শিম, গাজর, ফুলকপি, পাতাকপি, চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, মটরশুটি, লাল শাক, পালন শাক, লাউ শাকসহ অন্যান্য সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। দাম অপরিবর্তীত রয়েছে ডিম, বয়লার মুরগি, গরু ও খাসির গোশতের।
সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে লাউ ও টমেটোর সরবরাহ বেড়েছে। সে কারণে আগের সপ্তাহের তুলনায় দাম কিছুটা কম। পাকা টমেটো মানভেদে ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। এক সপ্তাহ আগেও পাকা টমটোর কেজি ছিল ২০-৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, এখন টমেটোর ভরা মৌসুম। আড়তেও পর্যাপ্ত টমেটো পাওয়া যাচ্ছে, কোনো সঙ্কট নেই। তাই দাম কম।
এদিকে বিভিন্ন বাজারে দেখা গেছে, ফুলকপি আকারভেদে ২৫ থেকে ৩৫ টাকা, শসা প্রতিকেজি ৪০ টাকা, পেপে ২৫ টাকা, সিম ৪০ টাকা, বেগুন (কালো) ৪০, বেগুন (সাদা) ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, করলা ৭০ টাকা এবং মটরশুটি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচমরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে আমদানি করা পেঁয়াজ। আদা ও রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকেকে ১২০ টাকা কেজি।
এদিকে গরুর গোশত ৪৮০ থেকে ৫০০ টাকা, খাসি ৭০০-৭৫০, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, দেশি মুরগি ২৫০-৩০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

http://www.dailysangram.com/post/320221