২ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৮:৪৭

সরকারের ঘোষণার অপেক্ষায় বেসরকারি প্রাথমিক শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া আসেনি। তবে অতি শিগগিরই তাদের দাবি মেনে নিয়ে সরকার জাতীয়করণের ঘোষণা দেবে বলে আশা করছেন আমরণ অনশনরত বেসরকারি প্রাথমিক শিক্ষকরা। টানা ১২ দিন ধরে চলমান আন্দোলনের আজকে আমরণ অনশনের ৭ম দিনে গড়িয়েছে। এ পর্যন্ত ১৮২ জন অনশনরত শিক্ষক অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক নেতারা। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ বলেন, আমাদের শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছে। আমাদের দাবি পূরণের বিষয়টি জানানো হয় মন্ত্রণালয় থেকে।

সরকারের পক্ষ থেকে জাতীয়করণের আশ্বাস প্রেস ক্লাবে এসে ঘোষণা দেয়ার কথা বলে জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাবি বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন মামুন। গত বুধবার দাবি আদায়ে চলমান আন্দোলনকে জোরদার করতে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল করেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গতকাল অভিন্ন দাবিতে প্রেস ক্লাবের সামনের অপর পাশে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকরা বলেন, গতকাল কাফনের কাপড় মাথায় দিয়ে আন্দোলন করেছি রাজপথে। সরকার দাবি মেনে নেয়ার কথা বলেছে। অনশনস্থলে গিয়ে দেখা যায়, আনশনরত অসুস্থ শিক্ষকরা অসুস্থতা নিয়েই শুয়ে-বসে অবস্থান করছেন ফুটপাথে ও সড়কে। কেউ কেউ হাতে স্যালাইন নিয়েই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বিনা বেতনে চাকরি করলেও সরকার কোনো বেতন দেয় না। অথচ যারা চাকরি করছেন তাদের বেতন দফায় দফায় আরো বাড়িয়ে দিচ্ছে সরকার। আমাদের দাবিও সরকার মেনে নেবে বলে আশা প্রকাশ করেন প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকরা।

 

http://www.mzamin.com/article.php?mzamin=103209