১০ নভেম্বর ২০১৭, শুক্রবার, ১০:৪৪

বেনাপোলে আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ

সড়ক অবরোধ করে বিক্ষোভ

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাকের মধ্যে একটি দেশীয় শুটার গান জব্দ করার ঘটনায় সোনিয়া এন্টারপ্রাইজ নামে এক সিঅ্যান্ডএফ কর্মচারী আটকের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন।
সকাল থেকে কয়েক হাজার কর্মচারী বেনাপোল-যশোর সড়ক অবরোধ করে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এতে বেনাপোল বন্দর থেকে মালামাল লোড-আনলোড বন্ধসহ পণ্য খালাসের সব প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
এতে চাল ও পচনশীল পণ্যসহ শত শত পণ্যবোঝাই ট্রাক আটকে আছে উভয় বন্দর এলাকায়।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ১০টায় বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় এন-২৩ প-০৩৭৩ নম্বার ট্রাকে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন ধরনের সংবাদ পেয়ে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার উপস্থিতে ট্রাকের ডালার পেছনে কাগজে মোড়ানো প্যাকেট থেকে পুরনো একটি দেশী ওয়ান শুটার গান ও দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
প্রশাসনিক সংস্থার উপস্থিতির খবর পেয়ে ট্রাক থেকে আগেই পালিয়ে যায় চালক। ওই ট্রাকের পণ্য চালানের আমদানিকারক ঢাকার ইউনিয়ন লেবেল এক্সেসরিজ লিমিটেড। এ ঘটনায় কাস্টম কর্তৃপ সিঅ্যান্ডএফ কর্মচারী মিকাইল হোসেনের নামে মামলা করলে রাতেই পুলিশ তাকে আটক করে। সিঅ্যান্ডএফ কর্মচারী মিকাইল হোসেনের নিশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে আন্দোলনকারীরা জানান।

http://www.dailynayadiganta.com/detail/news/267077