বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদকে গতকাল সোমবার আদালতে হাজির করা হয়
৩১ অক্টোবর ২০১৭, মঙ্গলবার, ৭:৫৩

মকবুল আহমাদ তিন দিনের রিমান্ডে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মতিঝিল থানার একটি মামলায় পুলিশ ১০ দিন রিমান্ড আবেদন করে। মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিন আবেদন না মঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের রিমান্ড আবেদনে তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
মতিঝিল থানার ৬(১)১৫ নং মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে পুলিশ। মকবুল আহমাদের পক্ষে আদালতে রিমান্ড বাতিল করে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে এডভোকেট এসএম কামাল উদ্দিন বলেন, আইন অনুযায়ী ১২০ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ হওয়ার কথা। কিন্তু পুলিশ দীর্ঘ তিন বছরেও তদন্ত রিপোর্ট দেয়নি। এ সময়ের মধ্যে মামলার কোন অগ্রগতিও নেই। তিনি বলেন, ইতিপূর্বে অনেককে এ মামলায় রিমান্ডে নেয়া হয়েছে। তাদের কেউ মকবুল আহমাদের নাম বলেনি। শুধুমাত্র হয়রানি করার জন্যই তাকে রিমান্ডে নেয়া হয়। তিনি আরো বলেন, মকবুল আহমাদের বয়স ৮০ বছর। তিনি নানা জটিল রোগে আক্রান্ত। তিনি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

আদালতে এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন এডভোকেট আবদুর রাজ্জাক, এডভোকেট লুৎফর রহমান আজাদ, এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট রোকন রেজা শেখ, এডভোকেট পারভেজ হোসেন, এডভোকেট আবু বকর সিদ্দিক প্রমুখ।
গত ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গত ১০ অক্টোবর দুই মামলায় পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

http://www.dailysangram.com/post/305691