চট্টগ্রাম কলেজে ফের ছাত্রলীগের সংঘর্ষ : আহত ৫চট্টগ্রাম কলেজে সোমবার ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিচার্জ
১৭ অক্টোবর ২০১৭, মঙ্গলবার, ৯:৪০

চট্টগ্রাম কলেজে ফের ছাত্রলীগের সংঘর্ষ : আহত ৫

কুয়েটে দু’গ্রুপে হাতাহাতি, আহত ২

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সোমবার ফের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে ইট-পাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মী আহত হয়েছেন। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের দু’গ্রুপে হাতাহাতির ঘটনায় দু’জন আহত হয়েছেন।

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববারও ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সম্মান (স্নাতক) শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে ব্যানার টাঙানো নিয়ে বিরোধের সূত্রপাত। ওইদিন পুলিশ উভয়পক্ষকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়। ওই ঘটনার জের ধরেই সোমবার আবারও সংঘর্ষে জড়ায় গ্রুপ দুটি। সংঘর্ষে জড়ানো দু’পক্ষের নেতৃত্বে আছেন কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম ও সুভাষ মল্লিক সবুজ।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল ১০টার দিকে সুভাষ মল্লিকের এক অনুসারী কলেজের মূল ফটক সংলগ্ন ব্যাংকের কাছে এলে তাকে মাহমুদুল করিমের পক্ষের কর্মীরা মারধর করেন। এরপর দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে মাহমুদুলের অনুসারীদের গণি বেকারির দিকে এবং ?সুভাষ মল্লিকের অনুসারীদের চকবাজারের দিকে সরিয়ে দেয়। এরপর বেলা পৌনে ১২টার দিকে সুভাষ মল্লিকের নেতৃত্বে অনুসারীরা লাঠিসোটা নিয়ে কলেজ রোডে কয়েক দফা মিছিল করে। পুলিশ তাদের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে সরিয়ে দেয়। অপরদিকে মাহমুদুল করিমের নেতৃত্বে তার অনুসারীরা লাঠিসোটা নিয়ে আবারও কলেজে প্রবেশের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে চট্টগ্রাম কলেজ সংলগ্ন মহসিন কলেজের অ্যাকাউন্টিংয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনোয়ার পলাশসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন- চট্টগ্রাম কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী গিয়াস উদ্দিন, স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী রাহুল শীল, হাজী মুহাম্মদ মহসিন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী হানিফ সুমন ও উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের আল রিয়াদ। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়।

কুয়েট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা জানান, রোববার রাত ১১টার দিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বাৎসরিক শিক্ষা সফরের বিষয় নিয়ে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্রের কথাকাটাকাটি হয়। এর জেরে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। এতে সিভিল বিভাগের দ্বিতীয় বর্ষের সুদীপ পাল ও সাদিক ইমন আহত হয়েছেন। তাদের কুয়েটের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরা সবাই ছাত্রলীগ নেতাকর্মী।

 

https://www.jugantor.com/last-page/2017/10/17/164017