১৩ অক্টোবর ২০১৭, শুক্রবার, ৩:৩২

জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতারে ইন্টারন্যাশনাল জুরিস ইউনিয়নের নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি জেনারেলসহ নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল জুরিস ইউনিয়ন-আইজেইউ। গতকাল বৃহস্পতিবার তুরস্ক থেকে দেয়া বিবৃতিতে ইন্টারন্যাশনাল জুরিস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি নিওকেটি কাইলান বলেন, বাংলাদেশ ধাপে ধাপে স্বৈরাচারি রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যতম বিরোধী দল জামায়াতে ইসলামীর সাতজন সিনিয়র সদস্যকে ‘রাজনৈতিক অরাজকতার পরিকল্পনা করার’ অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিরোধী মতের সদস্যদের গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার সংকেত দেয়া হলো যে, বাংলাদেশে গণতন্ত্রের কোন স্থান নেই। তিনি বলেন, এই গ্রেফতার কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক রিপোর্ট হচ্ছে, সেখানে হাজার হাজার নাগরিক নির্বিচারে আটক রয়েছে, শত শত মানুষকে গুম করে রাখা হয়েছে, যাদের মধ্যে পরে অনেকের মৃতদেহ পাওয়া গেছে।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই সর্বশেষ গ্রেফতারের বিষয়ে নিন্দা জানানো আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের মধ্যেই পরে। পাশাপাশি তাদের অবিলম্বে মুক্তি দেয়া এবং বিনা অপরাধে যারা আটক আছে তাদেরও মুক্তি দেয়ার দাবির জানানোর আহ্বান জানান।
আইজেইউ বাংলাদেশ কর্তৃক স্বাক্ষরিত বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির লংঘন এবং অচৈতন্যতার ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়ে দেশে আইনের শাসন, স্বাধীনতা এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়।
উল্লেখ্য, গত সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ, নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমানসহ নেতৃবৃন্দকে গ্রেফতার করে পুলিশ। এখন তারা পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ডে রয়েছেন।

http://www.dailysangram.com/post/303358