২ অক্টোবর ২০১৭, সোমবার, ৮:৩৮

জাতিসংঘের রিলিফ কো-অর্ডিনেটর ও ইউনিসেফ নির্বাহী ঢাকা আসছেন

রাখাইনে বর্মীদের বর্বর নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে এবার ঢাকা আসছেন জাতিসংঘের হিউম্যানিটারিয়ান এ্যাফেয়ার্স অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কো-অর্ডিনেটর (আন্ডার সেক্রেটারী) মার্ক লোকক। আগামী ২রা অক্টোবর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি। কাছাকাছি সময়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর এন্থনি লেকও বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র মতে, ২০১৫ সালে বৃটেনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পার্মানেন্ট সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালনকালে মার্ক লোকক সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন। ২০১৭ সালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি হিসাবে দায়িত্ব নেয়ার পর এটাই হতে যাচ্ছে তার প্রথম বাংলাদেশ সফর। সফরকালে সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছাড়াও রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজার জেলার উখিয়া কতুপালং এলাকার নবাগত রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করবেন। সেখানে স্থানীয় প্রশাসন এবং ত্রাণকর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। আগামী ২রা অক্টোবর ঢাকায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে তার মতবিনিময় হবে বলে জানা গেছে। একই রকম সূচী রয়েছে ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টরের। জাতিসংঘের উচ্চ পদস্থ ওই দুই কর্মকর্তার সফরে জনবহুল বাংলাদেশের ঘাড়ে বাড়তি বোঝা হিসাবে আবর্তিত বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী, শিশু, বৃদ্ধসহ বিপন্ন ওই জনগোষ্ঠির জীবন বাঁচাতে বৈশ্বিক সহায়তার রোপম্যাপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

http://www.mzamin.com/article.php?mzamin=85513